দস্তেভয়েস্কির নোটস ফ্রম দি আন্ডারগ্রাউন্ডঃ আমাদের ভূগর্ভবাসের বয়ান
দোকানে সদাই কিনতে গেলে যে লোকটার মনে হয়, দোকানি তাকে গুরুত্ব না দিয়ে অন্য ক্রেতাকে গুরুত্ব দিচ্ছে। কিংবা রাস্তায় হাঁটার সময় মনে একটা শংকা কাজ করে, “সবাই কেমন করে যেন আমার দিকে তাকাচ্ছে, নিশ্চয়ই বাজে দেখাচ্ছে আমাকে!”
সবচেয়ে বড় সংকট হয় জমজমাট কোন আড্ডায়। ওই লোকটা ভাবে, তার কথা কেউ তেমন শুনছেনা, তার দিকে কেউ খেয়াল করছেনা!
মানব চরিত্রের বড় জটিল কিন্তু স্বাভাবিক একটা দিক হচ্ছে এই অস্তিত্ব সংকটে ভোগা। মজার বিষয় সমাজের নিম্ন স্তরের মানুষ কিন্তু এ ধরণের কোন ঝামেলায় পড়েনা। উচ্চবিত্তও না। এ সমস্যার মূল ভুক্তভোগী হল মধ্যবিত্ত কিংবা সমাজের নিম্ন মধ্যবিত্তরা।
হঠাৎ এইসব নিয়ে কেন লিখছি? লিখছি কারণ লিখতে বাধ্য হচ্ছি। ফিওদর দস্তেভয়েস্কির “নোটস ফ্রম দি আন্ডারগ্রাউন্ড” পড়া শেষ করে কিভাবে বসে থাকা যায়? দুকলম যে লিখতে শিখেছে, সে লিখবেই। যে লিখতে পারছেনা, সে থম মেরে বসে থাকবে পর পর দুদিন!
নিয়তির সন্তান মানুষ মাঝে মাঝে নিজ হাতে নিজের সর্বনাশ ডেকে আনে। আপন দুর্ভাগ্য সে খাল কেটে কুমির আনার মতো নিজের জীবনে ডেকে আনে, সর্বনাশা মনের বিচিত্র সব অনুভবে জর্জরিত হয়েই। তাহলে দুঃখে জর্জরিত মানুষ শেষ পর্যন্ত অভিযোগের আঙুল কার দিকে তুলবে? নিজের দিকে কি আঙুল তোলা যায়?
ব্যক্তিত্বের দ্বন্দে ভুগতে ভুগতে তখন সে নিজেকে ভাবতে থাকে অন্ধকার গর্তে বাস করা ইঁদুরের মতো। নিজের গল্পগুলো তখন সে বলতে থাকে ওই গর্তে বসে বসেই!
বইটা দুটো ভাগে ভাগ করা। প্রথম পর্ব “ভূগর্ভবাস” এ নামহীন এক সরকারি কর্মচারি নিজের মনের ভিতর চলতে থাকা চিন্তা ভাবনা আপনার সামনে উগরে দেবে। ছোট্ট একটা উদাহরণ দেয়া যেতে পারে। নিজের বক্তব্য সম্পর্কে তার মতামত হলো, আপনার দাঁতে ব্যাথা হলে প্রথমে আপনি অসম্ভব যন্ত্রণা টের পাবেন, পেতে পেতে এক পর্যায়ে কিন্তু আপনি ওই অসম্ভব যন্ত্রণা থেকেই আনন্দ খুঁজে পাবেন!
বইয়ের দ্বিতীয়াংশ হলো “তুষারপাতের গল্প”। সেই সময়ের গল্প যখন এ গল্পের নামহীন নায়কের বয়স ২৪। ওই যে দাঁতে ব্যাথার উদাহরণ দিলাম, গল্পটা দাঁড়িয়ে যাবে ওই উদাহরণের উপরেই। কি সেই বিচিত্র নিয়তির গল্প?
জানতে পড়ে ফেলা যেতে পারে ফিওদর দস্তেভয়েস্কির “নোটস ফ্রম দি আন্ডারফ্রাউন্ড”। বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে বইটার চমৎকার অনুবাদ বেরিয়েছে “অজ্ঞাতবাসের পত্র” শিরোনামে। সাবলিল আর সুপাঠ্য অনুবাদ করেছেন খন্দকার মাজহারুল করিম। অনেকের মতেই অস্তিত্ববাদের উপর লেখা প্রথম উপন্যাস এটিই।
আর দস্তেভয়েস্কি সম্পর্কে নতুন করে কি বলবো? রাশিয়ার এই মহান ঔপন্যাসিক সম্পর্কে আমাদের গল্পের যাদুকর হুমায়ুন আহমেদ বলেছিলেন, “পৃথিবীর তাবৎ ঔপন্যাসিক যে লোকটির কোটের পকেট থেকে বেরিয়েছেন, তিনি হলেন ফিওদর দস্তেভয়েস্কি!”


শেখ মুজিব, জনপ্রিয় নেতা থেকে স্বৈরশাসক?
শেখ মুজিবুর রহমান এই দেশের সব থেকে জনপ্রিয় নেতা। জীবনের শুরু থেকেই তিনি কাজ করে গেছেন দেশের মানুষের জন্য। তবে জীবনের শেষ দিকে এসে তিনি এমন সব কাজ করেছে যা... ...বাকিটুকু পড়ুন
ঢাকা টু দিল্লী : শেখ হাসিনার ভাগ্য ঘুরপাক খাচ্ছে রাউন্ডটেবিলে !
তিনি ছিলেন এক সময়ের সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি ছিলেন সেই নারী, যিনি অফিসের চেয়ারে বসে দেশ চালাতেন আবার অফিসের বাইরেও সব কিছু নিয়ন্ত্রণ করতেন। এমনকি বিরোধী দলের বাথরুমেও কী হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন
পাকিস্তানের সাথে সম্পর্ক শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা!
পাকিস্তানের সাথে সম্পর্ক? শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা!
মা-বোনের ধর্ষণকারীদের যাবা বাবা ডাকে তাদের প্রতি দু কলম লিখতে বাধ্য হলাম।
পাকিস্তানের সাথে সম্পর্ক? কীভাবে সম্ভব? কীভাবে আমরা হাত মেলাই সেই রাষ্ট্রের সাথে,... ...বাকিটুকু পড়ুন
আরাধ্য
তখন এসবের একটা মূল্য ছিল,
অথবা সেসব অমূল্য ছিল;
হীরক খন্ড চুনি বা পান্নার মত
সব সব কিছু ছাঁপিয়ে ছিল
তোমার একটুকরো হাসি
তোমার একটু ছোঁয়া
তোমার একটু দেখা পাওয়া
এই সব রত্ন-রাশি নিয়ে
সতত মশগুল ছিল
দিন-রাত্রি... ...বাকিটুকু পড়ুন
ছায়া জিজ্ঞাসা
"আপনি কি কখনো এমন কিছু স্বপ্ন দেখেছেন, যা পরে হুবহু সত্যি হয়েছে?"
"স্বপ্নের মধ্যে সময়কে ছুঁয়ে যাওয়া কি সম্ভব?"
"একই মুহূর্ত বারবার ঘটতে থাকলে, আপনি কি ভয়ে... ...বাকিটুকু পড়ুন