ছোট্ট পিচ্চি গুলকে দেখলেই এক ধরনের আদর আদর অনুভুতি হয়। আমার পাশের বাসার পিচ্চিটারে দেখলেই মনে হয় সদ্য প্রস্ফুটিত ফুলের কথা। আমি সুযোগ পেলেই কিছুক্ষণ কলে নিয়ে বসে থাকি। তবে তখন আমার পুত্রধনের আর সহ্য হয় না। কেবল পাশ দিয়ে রাগ রাগ চোখে ঘুরতে থাকে আর সুযোগ পেলেই শিশুটারে আস্তে আস্তে কয়েকটা চড়। আমি দেখতে পায়ে থামালাম, অরে মারলি কেন?
মারনি ত আম্মু আদন( আদর) করছি......
আদর কি এইভাবে করে নাকি, চড় মারার মত করে... খুব হিংসা তাই না।
ভাবি বাধা দেয় বলেন, ও ত আদরই করছে...
মা বলেন এখঙ্কার পিচ্চিগুলো বলে জন্ম থেকেই মাথায় কম্পিউটার নিয়ে আসে... তবে কম্পিউটার নিয়ে না আসুক মোটামুটি মিথ্যায় ট্রেনিং নিয়ে আসে।সেইদিন এক গ্লাশ পানি বিছানায় ফেলে বলে কিনা ঐ বাবু হিসি করে দিছে। আমি বললাম ও ত প্যম্পাস পরা সি সিটা বাইরে আসল কেমনে?
ও ত প্যম্পাস খুলে পিসি করে আবার পড়ছে...
আমরা ত হাসতে হাসতে গড়া গড়ি দেই আরকি।
ভাবি বলেন আমার বাবুরে এত হিংসা নিজের ভাই বোন হলে কি করবি...।
জবাবে কয় কি-- বলল, তোমার ভাই বোন কে তোমরা মার নি...
আমার ভাইয়ের ছেলেটা একদিন রাগ করে বলেই ফেলল আমি যদি দাদু হতাম সব কটারে পিটাইতাম।ওর ধারনা ও ছোট দেখে সবাই ওরে মারে দাদু হইলে সবাইরে একটু মাইরও দেওয়া যেত আরকি।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৩