কয়েকদিন ধরে বৃষ্টি আর বৃষ্টি। সব যেন ধুয়ে যাচ্ছে। রাস্তায় থিক থিকে কাদা..। বদ্দার হাট মোড়ে এক বিতিগিচ্ছিরি অবস্তা একেবারে কাদা পানি একাকার। মা বললেন একটু বাজার করে আনিস, আমি সরা সরি না করে দিলাম..এই এটো কাদায় আমি নেই।
তবে ভাগ্য বোধহয় খারাপই ছিলো, বের হয়েই রিক্সা নেই। হাটতে হাটতে ঐ মোড়ে পৌছে গেলাম তবে রিক্সার দেখা মিললো। উঠে বসলাম তারাতাড়ি স্কুলে এমনি দেরি হয়ে যাচ্ছে।
স্কুলে গিয়ে দেখি এলাহী অবস্থা বেশির ভাগ ছাত্র ছাত্রী এবসেন্ট.. মেজাজটা খারাপ হলো, এদের জন্য এত কষ্ট করে আসা। টিফিনের সময় স্যর ছুটি দিয়ে দিলেন.. সীমা পু বললেন চলো আমার বাসায় গপসপ করি।
সীমা পুর বাসাটা ছবির মত সাজানো স্কুলের পাশেই। উনার ছেলেমেয়ে একটাও আসে নাই আর ভাইতো বিকালের আগে আসবেন না। দুই তিন কলিগ মিলে তুমুল আড্ডা শুরু করলাম। নাছেরা আপুতো উনার ছোট বেলার প্রেম কাহীনি শুদ্ধ বর্ননা করে দিলেন। আমরা হাসতে হাসতে শুয়ে পড়ি আরকি.।
এর মধ্যে ঝালমুড়ি মাখা যেন অমৃত..
আকাশ ভেন্গে আবার বৃষ্টি নামবে এই ভয়ে সবাই তারাআড়ি বের হলাম.
খুব মিষ্টি দিন কাটলো..।