'বুয়েটে' রাজনীতির কারনে দুই জন খুন হইছে
তাই সাধারণ ছাত্ররা 'বুয়েটে' রাজনীতি বন্ধ চায়।
সেই প্রেক্ষাপটে আমিও সাধারণ জনগণ হয়ে অনেক কিছু
চাই। রোগ নয় রুগীর নির্মূল চাই, মাথা ব্যাথা হলে ব্যাথা
মুক্তির ঔষধ নয় মাথার কর্তন চাই।
রাস্তায় প্রতিদিন পরিবহন গুলো মানুষ হত্যা করে তাই
একজন সাধারণ জনগণ হিসাবে আমি রাস্তায় পরিবহন
নিষেধাজ্ঞা চাই।
জাতীয় নির্বাচন হোক কিংবা স্থানীয় সরকার নির্বাচন হোক
এই সকল নির্বাচনে সমর্থন ও ভোট দেওয়া কেন্দ্র করে কতো
খুন, কতো হত্যা হলো, কতো মায়ের বুক খালি হলো, কতো
সন্তান এতিম হলো। তাই এই দেশের একজন সাধারণ মানুষ
হিসেবে আমি নির্বাচন - ভোটের অবসান চাই।
গেলো বর্ষায় চট্টগ্রামে দুইজন খোলা ড্রেনে পড়ে মরে গেছে,
নিরাপত্তার স্বার্থে সাধারণ জনগণ হিসাবে আমি ড্রেন মুক্ত
চট্টগ্রাম চাই।
হাসপাতালের ডাক্তারেরা কেনো সব রোগী সুস্থ করতে পারেনা
উলটা ভুল চিকিৎসায় মানুষ মেরে ফেলে তাই
আমি হাসপাতাল ও ডাক্তার মুক্ত বাংলাদেশ চাই।
সরকারি দ্বায়িত্ব প্রাপ্ত ইঞ্জিনিয়ারেরা রাষ্ট্রীয় প্রকল্পে বরাদ্দ ফাইভ%
নিজেদের জন্য রেখে ঠিকাদার নিয়োগ করেন,
এজন্য নিন্মমানের অবকাঠামো তৈরী করতে বাধ্য হন
ঠিকাদার, তাই এই দেশের একজন সাধারণ জনগণ হয়ে
আমি অবকাঠামো উন্নয়ন নিষিদ্ধ চাই।
প্রায় সময় শুনি পুলিশি হেফাজতে নারীর মৃত্যু ;কখনো শুনি
ওনাদের হেফাজতে পুরুষের মৃত্যু কখনো বা শুনি পুলিশের
হেফাজতে দুদক কর্মকর্তার মৃত্যু। এতো মৃত্যু কেনো পুলিশ-
হেফাজতে! আশ্চর্য করে আমায় তাই একজন
সাধারণ বাঙালী হিসেবে পুলিশ মুক্ত থানা চাই।
ফেনীর এক মাদ্রাসার প্রিন্সিপাল তার ছাত্রী নুসরাত কে গায়ে
আগুন দিয়ে হত্যা করে, এই নির্মম ঘটনার পর একজন আতি-
সাধারণ জনগণ হিসাবে আমি মাদ্রাসা বন্ধ চাই।
ভারতীয় বর্ডার গার্ড প্রতিদিন গুলি করে বাংলাদেশী মানুষ
মেরে ফেলে, ওদের থেকে নিরাপদে বাঁচতে একজন স্বাধীন
বাংলাদেশের জনগণ হয়ে হত্যাপুরী সীমান্ত মুক্ত স্বদেশ চাই।
পরিশেষে বলতে চাই বাংলাদেশের প্রেক্ষাপটে যারা ’বুয়েটে’
রাজনীতি বন্ধ চায় তারা এই দেশে অনুপযুক্ত, যে যুক্তিতে
তারা রাজনীতি মুক্ত 'বুয়েট' চায় এককথায় তাদের যুক্তি
ইতরামি মিশ্রিত বখাটে আবদার।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০২৪ বিকাল ৩:১৫