চাঁদে আজান শোনা যায়।
নীল আর্মস্ট্রং চাঁদে পৌঁছে আজান শুনতে পান; তখন নীল
আর্মস্ট্রং মনে করার চেষ্টা করেন এই গান উনি পৃথিবীর
কোথায় যেনো শুনেছেন।ভাবতে ভাবতে ইয়েস হঠাৎ করেই
মনে পরে কায়রো'তে শুনেছেন।
নীল আর্মস্ট্রং অবাক হতে থাকেন! এটা কি এমন গান যে
চাঁদে চলে এলো! চাঁদেতো পৃথিবীর শব্দ আসার কথা না
নিশ্চয়ই এর পেছনে কোনো রুহানি শক্তি আছে।
পৃথিবীতে ফিরে নীল আর্মস্ট্রং সবার আগে খোঁজ করেন
সেই গানের, এরপর উনি জানতে পারেন এটা গান নয়
আযান।
আযান হলো মুসলমানদের জন্য ইবাদতের ডাক।
নীল আর্মস্ট্রং বলেন পৃথিবীতে এতো গান এতো শব্দ কিছু
চাঁদে পোঁছায় না শুধু আযান পৌঁছায় এর পেছনে নিশ্চয়ই
নূরানী অলৌকিক ব্যাপার-স্যাপার কিংবা সৃষ্টিকর্তার ইশারা
আছে।
অবশেষে নীল আর্মস্ট্রং বুঝতে পারেন ইসলামের মহিমা, তাই
উনি ডানে-বামে না তাকিয়ে দ্রুত ইসলাম ধর্ম গ্রহণ করেন
এরপর নীল আর্মস্ট্রং সুখে শান্তিতে বসবাস করতে থাকেন।
(মতান্তরে নীল আর্মস্ট্রং কে ইসলাম ধর্ম গ্রহণ করান সাইদি
নিজেই, এবং এটাই সাইদি প্রথম ফরেন কাউকে ইসলাম ধর্ম
গ্রহণ করান।)
এই অবাস্তব মিথ্যা ভন্ড তথ্য প্রসব করেন যুদ্ধাপরাধী
রাজাকার দেলোয়ার হোসেন সাইদি।
"এই পৃথিবীতে যতদিন রবে সাইদি’র গুজব ভরা ওয়াজ
ততোদিন দিন যেনো চলে ওর কবরের আজাব"
পুনশ্চঃ দুঃখের বিষয় নীল আর্মস্ট্রং কোথাও তার ধর্ম
পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ কথা বলে যাননি। এই
কিচ্ছার একমাত্র প্রচার ও প্রচারক সাইদি।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৪৭