মদ্যপ লোকটি হনহনে খুঁজে
হালাল খাবার দোকান,
ধর্মের কাজ না করিলে
কিভাবে হবে স্বর্গের যোগান!
খদ্দের ভাবে বেশ্যাবাড়ি ঘুমালে
আমার কি অপরাধ ;নটীর হয় যতো পাপ,
নটি বলে 'যে খায় সে খানকি' শুনে রাখ বাপ
নিয়ম করে গা ধুয়ে পাঁপ হয় ছাপ!
মনের কলা বড় কলা অপরাধের ছলাকলা
যে যানেনা তারে মনের বাঘে খায়।
ঐদিকে ভার্জিন কুমারীর পুত্র সন্তান -
বগল বাজাতে বাজাতে স্বর্গে চলে যায়।
টাকায় মিলে বিশ্বাসের আরাধনা
হাদিয়ার শুধায় মাওলানা,পুরোহিত কিংবা বীর,
মানিলে ভালো না মানিলে কাফির
এইকথা বলতে চাইনা; জমে ক্ষীর।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:০৯