খেলার মাঠ দখল করেই কেনো থানা ভবন নির্মাণ করা হবে!
ঐ মাঠ দখলের কাজে নিরাপত্তা নিশ্চিত করছিলো সেবা
বাহিনী।
এক মা,
খেলার মাঠ দখলের প্রতিবাদ জানাতে গেলেন।
বাহিনীর একজন ধমকের গলায় বলেলেন
"ভিডিও বন্ধ করেন আপনাকে কে অনুমতি দিছে? হ্যাঁ"।
মা উত্তররে বললেন "এটা আমার অধিকার;বন্ধ করবো
কেনো"?
বাহিনীর সদস্য ধমকের পাওয়ার বাড়িয়ে বললেন "আপনারে
কেউ আমার অনুমতি ছাড়া ভিডিও করতে বলছে
হ্যাঁ...হ্যাঁ...হ্যাঁ
ভিডিও বন্ধ করেন।বন্ধ করেন ভিডিও। বন্ধ করেন।
কেউ বলছে আপনারে?হ্যাঁ... হ্যাঁ... "
মা বললেন " প্লিজ আমাকে ধমকাবেন না আমি ভিডিও বন্ধ
করছি"।
এরপর সেই খেলার মাঠ রক্ষায় প্রতিবাদী মা ও ছেলেকে
গ্রেফতার দেখায় দ্বায়িত্ব প্রাপ্ত আইনশৃংখলা রক্ষাকারী
বাহিনী।
আস্তে-আস্তে চাউর হতে লাগে মা-ছেলের আঁটকের খবর
দ্রুততার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিলবিল
করতে লাগলো মানুষের ফুঁসে ওঠা মন্তব্যে।সবকিছু সামাল
দিতে গিয়ে তাদেরকে আর বেশী সময় আটকে রাখতে
পারেনি পুলিশ বাহিনী।
মধ্যরাতে ১৩ ঘন্টা পর থানা হাজত থেকে প্রতিবাদী সোচ্চার
মা আর সন্তানের মুক্তি মেলে ।
পোশাকের জোরে আর ধমকে স্বরে নাগরিক অধিকার
দাবিয়ে দেওয়া যায় না।
দেখিয়ে দিলেন মা আর ছেলে।
তিনি সেই সাথে এ ও প্রমাণ করে দিলেন খেলার মাঠ দখল
হয়ে যাচ্ছে এর জন্য প্রতিবাদ জানাতে কারো অনুমতি
লাগেনা?
লাগে সৎ সাহস, দৃষ্টিকোণ আর এক তফাৎ শিরদাঁড়া।
দেখলাম মা। শিখছি মা।
প্রয়োজনে আমরাও...
সালাম শ্রদ্ধা ভালোবাসা
সেই মা ও সন্তানকে ।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:০২