তবুও মানুষ বারান্দা কিংবা জানালা দিয়ে
ময়লা-আবর্জনা ফেলবেই,
ঐটা তার ভুল স্বাধীনতা।
দোকানদার ফুটপাত দখল করে তার পন্য পাশরা
সাজিয়ে বসেন,
এটা তার ভুল স্বাধীনতা।
ড্রাইভার ফাঁকা রাস্তা পেয়ে
বিপরীত লেনে দিব্যি গাড়ি চালিয়ে ছুটে,
ইহা তার ভুল স্বাধীনতা।
বাড়ির দরজা তাদের স্টিকার সাটানোর জন্য নয়,
দেওয়াল টা তাদের পোষ্টারের জন্য তৈরী হয়নি,
এই অনধীকার চর্চা তাদের ভুল স্বাধীনতা।
বাড়ীর অনুষ্ঠান, মাঝরাতে ফুল ভলিউমে গান শুনে
চিল্লাপাল্লা করে এলাকা কাপান,
ইহা স্বাধীনতার অপব্যবহার।
একটু সুযোগ ব্যাস,
ব্যাবসায়ী দিলো সেবার দাম বাড়িয়ে।
ইহা তার ভুল স্বাধীনতা।
আপনি পুরুষ মানুষ তাই পশুপাখির মতো যেখানে সেখানে
মূত্র বিসর্জনে দাঁড়িয়ে কিংবা বসে যান,
পরিবেশ দূষণে আপনার অবদান। থামুন।
এই জন্য নয় স্বাধীনতা।
আপনি আপনার স্বাধীনতা দিয়ে অন্যের হক,
প্রাপ্যকে হরন করেন।
স্বাধীনতা এই জন্য নয়।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৪:১৪