সকাল নয়টা থেকে বিকেল পাচটা অফিসে কামলা দেওয়ার সময়।
দশ মিনিট পর অর্থাৎ নয়টা দশে অফিসে প্রবেশ করলেই সেদিনের মাইনে বাদ!
অথচ,বিকেল পাঁচটায় অফিস শেষ হবার কথা থাক্লেও শেষ হচ্ছে এক দুই ঘন্টা পর।
তখন মাইনে কোন যোগ নেই।কিছু বললে বলে চাকরি ছেড়ে দিন।আপনার চেয়ে কম সুযোগ-
সুবিধা নিয়ে এ কাজ করার বহু লোক আছে।
-পেটের কথা,মৌলিক চাহিদার কথা,চাকুরীর বাজারের কথা চিন্তা করে মালিকের
পুঁজি বাড়াতে বিনে পয়সায় অতিরিক্ত শ্রম দিয়ে যাই,দাস হয়ে,এই মুক্তো যুগে।
জেনে রেখো "ধনতন্ত্রবাদী গন আমারা শ্রমিকরা না থাকলে তোমরা কখনো সভ্যতা সৃষ্টি করতে পারতে না"।
সকলকে শ্রমিক দিবসের শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৬ বিকাল ৫:১৩