জুলাই ২৬, ২০১৩
আমরা সাধারনত ধারনা করি যে একটি শিশু মাতৃগর্ভে ৯ মাস অবস্থান করে। কিন্তু প্রকৃতপক্ষে এই সময় প্রায় ১০ মাস। গবেষণায় প্রমানিত হয় যে মাতৃগর্ভে কমপক্ষে ৩৯ সপ্তাহ অবস্থান করলে শিশু অপেক্ষাকৃত সুস্বাস্থ্যের অধিকারি হয়।
সাম্প্রতিক সময়ে অবিভাবকদের ভেতর নির্ধারিত সময়ের পূর্বে ডেলিভারি বা শিশু ভূমিষ্ঠ করার এবং শিশুর জন্মের তারিখ নিজেরা নির্ধারণ করার একটি প্রবনতা দেখা যায়। ১৯৯০ সালের পর থেকে এই প্রবনতা ধীরেধীরে বৃদ্ধি পাচ্ছে।
গর্ভধারণ কালীন সময়ে মারাত্নক কোন জটিলতার কারনে নির্ধারিত সময়ের পূর্বে ডেলিভারি বা শিশু ভূমিষ্ঠ করার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে, এবং এ ক্ষেত্রে এটিই উপযুক্ত সিদ্ধান্ত। তবে, মা এবং গর্ভের শিশু উভয়েই সুস্থ থাকলে ৩৯ সপ্তাহের পূর্বে শিশু ভূমিষ্ঠ করা ঝুঁকিপূর্ণ এবং এর ফলে জন্মের পর শিশু দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারে। বিশেষজ্ঞদের মতে গর্ভের শেষ ৪ সপ্তাহ শিশুর বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গর্ভের এই শেষ ৪ সপ্তাহ একটি বড় পার্থক্য গড়ে দিতে পারে, কারন ৩৯-৪০ সপ্তাহ সময়ের ভেতর শিশুর মস্তিস্ক ৩৫ তম সপ্তাহের তুলনায় ওজনে এক তৃতীয়াংশ পরিমান বৃদ্ধি পায়। শিশুর যকৃৎ এবং ফুসফুসও ৩৯ সপ্তাহ পর্যন্ত বিকশিত হয়। জন্মের পূর্বে এই কয়েক সপ্তাহে শিশুর চামড়ার নিচে চর্বির একটি আস্তরন তৈরি হয় যা জন্মের পর শিশুর দেহ উষ্ণ রাখতে সহায়তা করে।
গবেষণায় প্রমানিত হয় যে গর্ভে ৩৯ সপ্তাহের কম সময় যেসব শিশু অবস্থান করে, জন্মের পর তারা বেশকিছু জটিল স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারে, যেমন- রক্ত সংবহনতন্ত্রের প্রদাহ, শ্বাসপ্রশ্বাস ও পরিপাকতন্ত্রের সমস্যা।
১৩০০ গর্ভবতী মায়েদের উপর চালানো এক গবেষণায় দেখা যায় যে, যেসব মা ৩৭ সপ্তাহে সন্তান প্রসব করেন তাদের নবজাতক সন্তানদের ক্ষেত্রে জন্ম পরবর্তী জটিলতার হার ৩৯ সপ্তাহে জন্ম নেয়া নবজাতকদের তুলনায় দিগুন। এসব জটিলতার ভেতর রয়েছে শ্বাসপ্রশ্বাসে সমস্যা, হৃৎপিণ্ডের সমস্যা এবং খিঁচুনি।
সুতরাং সন্তান জন্মদানের ক্ষেত্রে অবিভাবকদের উচিৎ নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করা, এতে সন্তান এবং মা উভয়েই অপেক্ষাকৃত কম ঝুঁকিতে থাকেন, এবং শিশুর ভবিষ্যৎ সুস্বাস্থ্য প্রাপ্তিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তথ্যসূত্রঃ National Institutes of Health (U.S. Department of Health and Human Services)[/si
স্বাস্থ্য বিষয়ক আরও পোষ্ট পড়তে ভিজিট করুনঃ http://www.emibd.com/
ফেসবুকে আমাদের লাইক করুন
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪