শ্রম দিয়ে গড়ে ওরা সভ্যতা ,
ঘামের ফোঁটা মিশে যাদের কংক্রিটে ।
কামলা উপাধিতে ভূষিত সমাজে ,
গালি-লাথি,থাপ্পড় খায় নিভৃতে ।
প্রতিটি নগরে-বন্দরে-গ্রামে শ্রমিক দরকার ,
শ্রমিকের দরকারে মালিক নিরুপায় ।
শ্রমের নায্যমূল্য কতজনই বা ঠিক ঠিক দেয় ,
পারলে আরো বেশি ঠকায় ।
তবুও কাজ করে শ্রমিক , হাড় ভাংগা খাটুনি খাটে
রোদ-বৃষ্টি -ঠান্ডা বা ঝড়ে ।
কিছু অবলা মুখ চেয়ে থাকে ,
কখন তাদের বাব-মা খাবার নিয়ে ফিরবে বলে ।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৬ রাত ৯:২৪