somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজ্ঞানের প্রচারে সম্পাদক রবীন্দ্রনাথ

০২ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মুদ্রনযন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি উনিশ শতকে ছাপাখানার ইতিহাস শুরু । প্রায় একই সঙ্গে বাংলা ভাষায় বিজ্ঞানচর্চারও সূচনা । বিজ্ঞানগ্রন্থ প্রকাশের পাশাপাশি বিজ্ঞান বিষয়ক রচনা মুদ্রিত হতে দেখা যায় সাময়িকীগুলোতে । এক সময় দেখা যায় বাংলা ভাষায় বিজ্ঞান পত্রিকারও আত্মপ্রকাশ । বিজ্ঞান বিষয়ক রচনা নিয়ে এগিয়ে এসেছিলেন তৎকালীন সময়ে অনেকেই । তাঁদের একটা বড় অংশ বিজ্ঞানী ছিলেন না , কিন্তু বিজ্ঞান চর্চা সাধারন মানুষের মনে প্রসারিত করেছিলেন বিজ্ঞান বিষয়ক রচনা তৈরি করে । এই কাজে বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথও নিয়োজিত হয়েছিলেন এক সময় ।

কবিগুরুর কাছে বিজ্ঞান ছিল সংস্কৃতিরই একটা অঙ্গ । তাই বিজ্ঞানের মাঝে লুকিয়ে থাকা সেই রসকে বারংবার চিনে নিতে চেয়েছেন রবীন্দ্রনাথ । তাঁর জীবন দর্শনে বার বার প্রতিফলিত হয়েছে বিজ্ঞান মনস্কতা । রবীন্দ্রনাথের বাল্যকাল থেকেই শুরু করা যাক। মাত্র সাড়ে বারো বয়সে তত্ত্ববোধিনী পত্রিকায় রবীন্দ্রনাথ একটি অস্বাক্ষরিত বিজ্ঞানভিত্তিক প্রবন্ধ লেখেন; শিরোনাম- “গ্রহগণ জীবের আবাসভূমি”। এটা কিন্তু এখন স্বীকৃত যে, ‘গ্রহগণ জীবের আবাসভূমি’ ই রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত গদ্য রচনা ।
সাধনা , ভারতী , নবপর্যায় – বঙ্গদর্শন , ভান্ডার ও তত্ত্ববোধিনী মোট এই পাঁচটি পত্রিকা রবীন্দ্রনাথ তাঁর জীবনে সম্পাদনা করেছেন । এছাড়া জোড়াসাঁকো ঠাকুর পরিবার এর পারিবারিক মুখপত্র “বালক” পত্রিকার তিনি ছিলেন কর্মাধ্যক্ষ । ১৮৮৫ সালে প্রকাশিত "বালক" পত্রিকায় সম্পাদক হিসেবে রবীন্দ্রনাথের মেজ বৌদি জ্ঞানদাননন্দিনী দেবীর নাম ছাপা হলেও আসলে বালকের লেখা নির্বাচন ও সম্পাদনার যাবতীয় কাজ সামলাতেন স্বয়ং রবীন্দ্রনাথ ।

বালক পত্রিকার প্রথম সংখ্যায় প্রকাশিত হয় নরেন্দ্রবালা দেবীর প্রবন্ধ 'সূর্যের কথা ' । নরেন্দ্রবালা দেবীর কথা বাঙালি মনে রাখে নি । তিনিই বাংলা ভাষার প্রথম ছোটদের জন্য বিজ্ঞান - লেখিকা । মহর্ষি দেবেন্দ্রনাথের বড়ো মেয়ে সৌদামিনীর পুত্র সত্যপ্রসাদ । সত্যপ্রসাদের স্ত্রী নরেন্দ্রবালা দেবী । ১৮৮৫ সালে একজন মহিলা ছোটদের কথা ভেবে বিজ্ঞানের লেখা লিখতে প্রয়াসী হয়েছেন এটা ভাবতেই তো মনে বিস্ময় জাগে । গল্পচ্ছলে তিনি সূর্যের কথা বর্ণনা করেছেন । সূর্য কত বড় বোঝাতে গ্রিক পণ্ডিতের কথাও এনেছেন । একই সালে বালক পত্রিকার দ্বিতীয় সংখ্যায় ( বঙ্গাব্দ ১২৯২ এর জ্যৈষ্ঠ ) লিখেছিলেন "সূর্যকিরণের ঢেউ" ও তৃতীয় সংখ্যায় ( বঙ্গাব্দ ১২৯২ এর আষাঢ় ) "সূর্যকিরণের কার্য " । নরেন্দ্রবালার এই লেখাগুলোতে নিউটনের কথা এসেছে । আছে অনেক তথ্য ও পরিসংখ্যান । সহজভঙ্গিতে সেসব বোঝানো হয়েছে । প্রবন্ধগুলো নিয়ে পাঠক মনে যথেষ্ট আগ্রহ সৃষ্টি হয়েছিল । পাঠকের চিঠি এসেছে পত্রিকা দপ্তরে ।
বালক পত্রিকার কার্তিক ১২৯২ সংখ্যায় রবীন্দ্রনাথ নিজে লিখলেন "বৈজ্ঞানিক সংবাদ" । বিজ্ঞানের সাহিত্য কী করে রমণীয় সাহিত্য হয়ে উঠতে পারে তারই নিদর্শন রেখেছেন রবীন্দ্রনাথ তাঁর এই লেখায় । পরিবেশিত একটি প্রসঙ্গঃ

"পণ্ডিতবর টাইলর সাহেব বলেন পরীক্ষা করিয়া দেখিলে উদ্ভিদের কার্যেও কতকটা যেন স্বাধীন বুদ্ধির আভাস দেখিতে পাওয়া যায় । বৃক্ষ নিতান্ত যে জড়যন্ত্রের মতো কাজ করে তাহা নহে , কতকটা যেন বিচার করিয়া চলে । টাইলর সাহেব এই বিষয় লইয়া অনেক বৎসর ধরিয়া পরীক্ষা করিয়া আসিতেছেন । তিনি বলেন কৃত্রিম বাধা স্থাপন করিলে গাছেরা তাহা নানা উপায়ে অতিক্রম করিবার চেষ্টা করে , এমনকি নিজের সুবিধা অনুসারে পল্লব সংস্থানের বন্দোবস্ত পরিবর্তন করিয়া থাকে । এ বিষয়ে তিনি অন্যান্য নানবিধ প্রমাণ প্রয়োগ করিয়া সম্প্রতি একটি বক্তৃতা দিয়াছেন। "

রবীন্দ্র-অগ্রজা স্বর্ণকুমারী দেবীর লেখা বড়ো প্রবন্ধ "ছায়াপথ" বালক পত্রিকার এর ফাল্গুন ১২৯২ সংখ্যায় প্রকাশিত হয় । স্বর্ণকুমারী দেবীকে যেমন পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ জ্যোতির্বিজ্ঞানের প্রতি আকৃষ্ট করেছিলেন , তেমনই করেছিলেন রবীন্দ্রনাথকে । রবীন্দ্রনাথ কৈশোরেই চিনে ফেলেছিলেন আকাশ ভরা সূর্য তারা , গ্রহ - নক্ষত্র । রবীন্দ্র রচনায় রয়েছে সে বর্ণনা । রবীন্দ্র-অগ্রজা স্বর্ণকুমারী দেবীর প্রবন্ধগুলোতে বার বার মূর্ত হয়ে উঠেছে তাঁর যুক্তিবাদী মন । "পৃথিবী" স্বর্ণকুমারীর লেখা বিখ্যাত বৈজ্ঞানিক পুস্তক , ১২৮৯ বঙ্গাব্দে প্রকাশিত হয় । উনিশ শতকের শেষের দিকেও মেয়েরা ছিল পর্দানশিন । শিক্ষার আলো তখনো সে ভাবে পড়ে নি । সেই প্রেক্ষাপটে স্বর্ণকুমারী দেবীর বিজ্ঞানবোধ আমাদের অভিভূত করে ।



“সাধনা” পত্রিকায় রবীন্দ্রনাথ মুখ্যত নিজেই বিজ্ঞানের হাল ধরেছিলেন । পত্রিকার প্রথম সংখ্যাতেই "বৈজ্ঞানিক সংবাদ" নামে বিভাগ চালু করেছিলেন - সেটা ১২৯৮ বঙ্গাব্দ অগ্রহায়ণ । এই বিভাগেই ছাপা হয় কবিগুরুর চারটি বিজ্ঞান বিষয়ক লেখা । যথাক্রমে ১) গতিনির্ণয়ের ইন্দ্রিয় ২) ইচ্ছামৃত্যু ৩) মাকড়সা-সমাজে স্ত্রী জাতির গৌরব ৪) উটপক্ষীর লাথি । পরের সংখ্যাতে একই বিভাগে আরো তিনটি লেখা - ১) জীবনের শক্তি ২) ভূতের গল্পের প্রামাণিকতা ৩) মানবশরীর । পত্রিকার সূচনা থেকেই রবীন্দ্রনাথ তাঁর পাঠকবর্গকে বিজ্ঞানসচেতন করে তোলার পরিকল্পনা নেন । তাই কাগজের প্রথম দুটি সংখ্যায় বিজ্ঞান নিয়ে নিজেই কলম ধরলেন । পরে এই বিভাগে অন্যদের দিয়ে বিজ্ঞানের নানা প্রবন্ধ লেখাতে লাগলেন । এই প্রসঙ্গে সাধনায় মুদ্রিত কয়েকটি উল্লেখযোগ্য প্রবন্ধ ও তার রচয়িতার নাম জানাই । "জ্যোতির্বিজ্ঞান -স্পেকট্রোস্কোপ ও ফটোগ্রাফি " - সুরেন্দ্রনাথ ঠাকুর ১২৯৮ বঙ্গাব্দ মাঘ , "আকাশ তরঙ্গ" - রামেন্দ্রসুন্দর ত্রিবেদী ১২৯৯ বঙ্গাব্দ জ্যৈষ্ঠ , "প্রতীচ্য গণিত" - জগদানন্দ রায় ১৩০১ বঙ্গাব্দ আষাঢ় । রবীন্দ্রনাথের নিজের লেখা স্বতন্ত্র বিজ্ঞান প্রবন্ধ "ভূগর্ভস্থ জল এবং বায়ুপ্রবাহ" ১৩০১ বঙ্গাব্দ আশ্বিন ।

১৩০৫ বঙ্গাব্দে রবীন্দ্রনাথের সম্পাদনায় ভারতী পত্রিকায় প্রকাশিত হয় জগদানন্দ রায়ের লেখা "বৈজ্ঞানিক প্রসঙ্গ "।
১৩০৮ থেকে ১৩১২ বঙ্গাব্দ , এই সময়পর্বে কবিগুরুর সম্পাদনায় "বঙ্গদর্শন" পত্রিকায় বিজ্ঞান প্রচার এর ভূমিকা যথেষ্ট উজ্জ্বল। রবীন্দ্রনাথ এই পর্বে বিস্মৃত হননি যে উনিশ শতকের বঙ্গদর্শনে বঙ্কিমচন্দ্র বিজ্ঞানকে একটি বিশেষ স্থান ও মর্যাদা দিয়েছিলেন । বঙ্গসমাজে বিজ্ঞানকে প্রসারিত করতে চেয়েছিলেন বঙ্কিমচন্দ্র । নবপর্যায় - বঙ্গদর্শনে রবীন্দ্রনাথও সেখান থেকে সরে এলেন না । এই পত্রিকায় বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ প্রকাশ ও সম্পাদনায় রবীন্দ্রনাথের বিশেষ সহায়ক হলেন জগদানন্দ রায় । এই পত্রিকায় মুদ্রিত বিজ্ঞানবিষয়ক প্রধান- প্রধান রচনাগুলোর নামোল্লেখ করা গেলঃ "জীবকোষ" - জগদানন্দ রায়, ১৩০৮ বঙ্গাব্দ জ্যৈষ্ঠ , "আচার্য জগদীশের জয় বার্তা" - রবীন্দ্রনাথ ঠাকুর , ১৩০৮ বঙ্গাব্দ আষাঢ় , "আবহ সমন্ধে" - যোগেশ চন্দ্র রায়্‌ ১৩০৮ বঙ্গাব্দ শ্রাবণ , "অধ্যাপক বসুর নব আবিষ্কার" - রামেন্দ্রসুন্দর ত্রিবেদী ১৩০৮ বঙ্গাব্দ আশ্বিন ও বঙ্গাব্দ ১৩০৮ থেকে ১৩১২ পর্যন্ত জগদানন্দ রায়ের প্রবন্ধ "মহাকর্ষণ" , "যুগল নক্ষত্র" , "পৃথিবী ও সূর্যের তাপ" , "ইলেকট্রন " , "আচার্য বসুর আর একটি আবিস্কার ফটোগ্রাফি" ।
এবার কবিগুরুর লেখা বিজ্ঞান বিষয়ক গ্রন্থ "বিশ্ব পরিচয়" প্রসঙ্গে আসা যাক । বইটি যখন লেখা হয় কবির বয়স তখন ৭৬ বছর । এই বইটিতে ভূলোক , গ্রহলোক , সৌরজগৎ , নক্ষত্রলোক , পরমানুলোক, অতিক্ষুদ্র এবং অতিবৃহৎ বিশ্বের নানা তথ্য ও তত্ত্বের জটিল ও দুরূহ বিষয়ের সমাবেশ ঘটানো হয়েছে অত্যন্ত সাবলীল ভঙ্গিতে ও মাতৃভাষায় । বাংলা ভাষার এই শ্রেষ্ঠ রূপকার বিজ্ঞান প্রচারের ক্ষেত্রে যে অগ্রসর চেতনার পরিচয় দিয়েছেন তা সকল বাংলা ভাষাভাষীর জন্য গৌরবের সামগ্রী , বাংলা সাহিত্যে তা অনন্তকাল ধরে এক দিগদর্শনের কাজ করবে এতে কোন সন্দেহ নেই ।

References : 1 ) The physics of Tagore: Promoting the scientist in the poet . Dr. Rathindranath Sarkar The Journal of Jadavpur University , volume number 112 , page number 113-115
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৩২
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাহ সাহেবের ডায়রি ।। ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন ড. ইউনূস

লিখেছেন শাহ আজিজ, ০৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:১০





যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।শুভেচ্ছা বার্তায় ড. ইউনূস বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জন্য আপনাকে... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই হাসিনার ক্ষমতায় প্রত্যাবর্তন!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩৮


পেক্ষার প্রহর শেষ। আর দুই থেকে তিন মাস বাকি। বিশ্ব মানবতার কন্যা, বিশ্ব নেত্রী, মমতাময়ী জননী, শেখ মুজিবের সুয়োগ্য কন্যা, আপোসহীন নেত্রী হযরত শেখ হাসিনা শীগ্রই ক্ষমতার নরম তুলতুলে... ...বাকিটুকু পড়ুন

কাছে থেকে আমির হোসেন আমুকে দেখা একদিন....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:৪৬

আমির হোসেন আমুকে দেখা একদিন....

২০০১ সালের কথা। খাদ্য মন্ত্রণালয়ের একটা আন্তর্জাতিক দরপত্রে অংশ গ্রহণ করে আমার কোম্পানি টেকনিক্যাল অফারে উত্তীর্ণ হয়ে কমার্শিয়াল অফারেও লোয়েস্ট হয়েছে। সেকেন্ড লোয়েস্টের সাথে আমার... ...বাকিটুকু পড়ুন

=নারী বুকের খাতায় লিখে রাখে তার জয়ী হওয়ার গল্প (জীবন গদ্য)=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৩২



বুকে উচ্ছাস নিয়ে বাঁচতে গিয়ে দেখি! চারদিকে কাঁটায় ঘেরা পথ, হাঁটতে গেলেই বাঁধা, চলতে গেলেই হোঁচট, নারীদের ইচ্ছেগুলো ডিমের ভিতর কুসুম যেমন! কেউ ভেঙ্গে দিয়ে স্বপ্ন, মন ঢেলে... ...বাকিটুকু পড়ুন

বিশ্রী ও কুশ্রী পদাবলির ব্লগারদের টার্গেট আমি

লিখেছেন সোনাগাজী, ০৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৫



আমাকে জেনারেল করা হয়েছে ১টি কমেন্টের জন্য; আমার ষ্টেটাস অনুযায়ী, আমি কমেন্ট করতে পারার কথা; সেটাও বন্ধ করে রাখা হয়েছে; এখন বসে বসে ব্লগের গার্বেজ পড়ছি।

সম্প্রতি... ...বাকিটুকু পড়ুন

×