এ্যাই ছেলে, আরেকটু… হ্যা, হ্যা, আরেকটু… আমি অজান্তেই ওদের সাথে একাত্ম হয়ে যাই…
এইতো… হচ্ছে... উহু… ছেড়ে দাও… সুতা ছাড়! এইতো.. উড়ছে…! আরে! উড়ছে তো!… ওয়াও!! ঘুড়ি উড়ছে!! কুল!!
ওদের সাথে আমিও চরম খুশি… আমি হাসছি.. আনন্দে… ঘুড়ি উড়ার আনন্দে… ঘুড়িটা ঐ সুবিশাল নীলাকাশে উড়ছে… খেয়াল করলাম, আরও ঘুড়ি উড়ছে… লাল-নীল, বেগুনী, সাদা…. ওরা উড়ছে… বাধাহীনভাবে… ওদের সাথে আমারো উড়ে যেতে ইচ্ছে করছে… বারান্দার শক্ত গ্রীল আমি দু‘হাত ধরে চেপে ধরি… আমি যদি পারতাম গ্রীল ভেঙ্গে ওদের মতো আকাশে উড়ে যেতে… আমার মনটা যেন খাঁচার পাখির মতো ছটপট করে উঠে… আমিও যে উড়তে চাই!! আমি চাইইই!! আমার নীরব আর্তনাদএকসময় আমাতেই মিলিয়ে যায়… পরাজিতের মতো… আমি ওই ঘুড়িগুলির দিকে তাকাতে পারি না… চোখদুটো ঝাপসা হয়ে আসে… একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে… অজান্তেই….
ছেলেটির দিকে চোখ গেল… নাটাইকে এত দ্রুত ঘোরাচ্ছে কেন? কি হল? ঘুড়িটার দিকে চোখ চলে গেল… হঠাৎ আতংক অনুভব করি… পড়ে যাচ্ছে তো! এ্যাই ছেলে, জোরে!! আরো জোরে টেনে ধরো!! আবার হাতদু‘টো শক্ত হয়ে আসে… গ্রীলে… ছেলেটা আপ্রাণ চেষ্টা করছে… আরে! টেনে ধরতে পারছো না কেন?? রাগ হয় ছেলেটার ওপর!
পড়ে গেল!! নিজের অজান্তেই চিৎকার করে বলে উঠি… আমাকে নিরাশ করে দিয়ে ঘুড়িটা পড়ে গেল…. আর আমি..., গ্রীলটা শক্ত করে চেপে শূন্য দৃষ্টিতে চেয়ে রইলাম....
জীবনটা কি এমনই? কেন?!
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬