ছোট বেলায় সমাজ শিক্ষা বইয়ে আমরা পড়তাম বাংলাদেশিরা খুবি অথিতিপরায়ন জাতি। আমি কইতাম শালার আমি কি তাইলে বাংলাদেশি না? পরীক্ষার আগে ছাড়া আর যে কোনও সময় ঘরে অথিতি আইলে রাগে মাথা গরম হইয়া যাইত। পেপার পত্রিকাতে বিদেশীদের সাক্ষাৎকার পড়তাম, দেখতাম তারাও কয় বাংলাদেশিরা নাকি খুবি অথিতিপরায়ন। আমি আবারো ভাবতাম “একমত না তুই কি তাইলে বাংলাদেশি না” । কিন্তু এতদিন পড়ে আমি আজ বুঝিলাম কেন আসলে বাংলাদেশীদের অথিতিপরায়ন জাতি বলা হয়।
ওপার থেকে দাদারা আমাদের দেশে আসেন। আমরা তাদের আপ্পায়ান করি। যাবার সময় আমাদের বাঁশ দিয়ে জান আমরা হাসি মুখেতা খাই। এর চেয়ে বড় আর অথিতি পরায়ান জাতি পাবেন কোথায়? তারপর আবার বাঁশ খেয়ে দেয়ে বলি “আরও বাঁশ দিবেননা দাদা? আমাদের তো এখনো পেটে ভরেনি গো দাদা।”
প্রনব আমাদের জামাই আমাদের দেশে আসলেন, দু’হাত ভরে নিয়ে নিলেন আর আমাদের পশ্চাৎ পাদদেশে বাঁশ ঢুকিয়ে দিয়ে গেলেন। সেই বাঁশ খেয়েও আমরা হাসি মুখে আছি। বলছি “জামাই বাঁশ আরেকটা ঢুকানো যাবেতো।এখনো স্লট ফাকা আছে আরেকটা বাঁশ নেবার জামাই।রোজতো আর আসো না। এইবার এসেছ একটু বেশি করে দিয়ে যাও”
ইতিহাস পরীক্ষা দিতে এসেছি বর্তমান নয়। দুইদিন পরে যখন ইতিহাস পরীক্ষা শেষ হবে সামনে ভুগল, অর্থনীতি, অংক সহ আরও অনেক পরীক্ষা বাকি থাকবে টাইম ফুরিয়ে যাবে কেঁদে তখন লাভ হবেনা। সবাই ব্যাস্ত শাহবাগ নিয়ে। আওয়ামীলীগ ব্যাস্ত কিভাবে একে টেনে আগামী নির্বাচন পর্যন্ত চালানো যায়। তাহলে বিএনপি আর নির্বাচন পদ্ধতি নিয়ে কথা বলার সুযোগ পাবেনা, আর বিএনপি ব্যাস্ত কার্যালয়ের ভিতর লুডু খেলতে।
শেয়ার বাজারে হাজার কোটি টাকা লুট হয়ে গেলো কোনও খবর নাই, হলমার্কের পরে বিসমিল্লাহ গ্রুপ টাকা নিয়ে গেলো কোনও খবরনাই। সবাই এখন ইতিহাস পরীক্ষা দিয়ে ব্যাস্ত। পরীক্ষা শেষ হলে বাস্তবে এসে দেখবে পেটে ভাত নাই, নিরাপত্তা নাই, ব্যাঙ্ক সব লুট, মানুষ সব জেলে,দেশে আছে দুভাগ হয়ে। ভারত নিয়ে গেছে সব লুটে।
‘বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানিতে ১৫.৩৬ শতাংশ নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ভারত। এমন পদক্ষেপে ভারতে বাংলাদেশের পোশাক রফতানি চরমভাবে ব্যাহত হবে বলে মনে করছেন ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা।’ (বণিক বার্তা, ৮ মার্চ, ২০১৩)
বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, ভারতের কোম্পানি এনটিপিসি ‘রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে পাওয়া নিজেদের মুনাফার সম্পূর্ণ অংশই বাংলাদেশ সরকারকে কর না দিয়ে দেশে নিতে পারবে।..কোনো বিদেশি কোম্পানিকে এ ধরনের কর রেয়াত দেওয়ার ঘটনা এই প্রথম।’ (প্রথম আলো, ৮ মার্চ, ২০১৩)