রক্তাক্ত এই শিশুটিকে দেখে নিশ্চয় মনে হচ্ছে যে, ইরাক-সিরিয়ার কোন হতভাগ্য শিশু হবে; যার ছোট্ট প্রাণটি বোমার ছিটা কেড়ে নিয়েছে - তাইনা? মোটেও কিন্তু তা নয়, শিশুটি হল রাতের অন্ধকারে কোন ছাপড়ার নিচে অবৈধভাবে মিলিত হওয়া দু'জন মানব-মানবীর ক্ষণিক-স্বাদের থেকেযাওয়া এক উপেক্ষিত চিহ্ন। প্রত্যাখ্যাত রাজসাক্ষী।
চাঁদের মতো ফুটফুটে এই শিশুটির বয়স ৪৮ ঘন্টার চেয়েও কম। একটি ঝোঁপের মাঝে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। কচি দেহে অনেকাংশে আঘাতের চিহ্ন। ডান হাতটা রক্তাক্ত। নরোম তুলতুলে গালেও ছোপ ছোপ রক্তের দাগ। ঝোঁপের কীট-পতঙ্গ ও বিষাক্ত সাপের ছোবল এগুলো। মানবের উপেক্ষা আর সর্প-কীটের দংশন সত্বেও শিশুটি বাঁচার এক অদম্য আশায় ঝোঁপেই কান্না করছিল! অবলা ভাষায় আর্তনাদ করে যাচ্ছিল!
পাপের বোঝা হিসেবে দীর্ঘ ৯ মাস ১০ দিন পেটে নিয়ে বয়েবেড়ানো কলঙ্কিনী মা শিশুটিকে উপেক্ষা করলেও অপরিচিত কোন এক মহৎপ্রাণ ব্যক্তি শিশুটিকে উপেক্ষা করতে পারলেননা। তিনি শিশুটিকে ঝোঁপ থেকে উঠিয়ে হাসপাতালে নিয়ে আসলেন। এখানে চিকিৎসার পর শিশুটি প্রাণে বেঁচে গেল! একেই বলে রাখে আল্লাহ মারে কে?
আপনি জানতে চাইতে পারেন, ঘটনাটা কোন জায়গার? আমি বলব, ঘটনাটা এ জমীনেরই কোন এক প্রান্তের, যে জমীনে আমি-আপনি বসবাস করি। আপনার-আমার সমাজে যেভাবে প্রতিনিয়ত ড্রেন, অঁচলা ডাষ্টবিন, ঝোঁপ আর রাস্তার ধারে পরিত্যক্ত নবজাতককে নিয়ে কুকুরের দলের টানাটানির ঘটনা ঘটে, এ ঘটনাটাও ঠিক তদ্রুপ। সুতরাং এখানে ঘটনার স্থান-কাল ও সত্যতা যাচাইয়ের কী ই বা দরকার?!
পুনশ্চ: বাঁয়ের ছবিটি শিশুটির ঝোঁপে পরিত্যক্ত অবস্থার আর ডানের ছবিটি হাসপাতালে ডাক্তারের শুশ্রূষা করাকালীন সময়ের।
সূত্রঃ رحلة في أرض الله অবলম্বনে...(সংগৃহীত)
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৫