শাহবাগে চলা যুদ্ধাপরাধ ও রাজাকার বিরোধী আন্দোলনকে নাস্তিকতার ট্যাগ লাগিয়েছে জামাত/শিবির। কিন্তু আমার পরিচিতদের মধ্যে উচ্চশিক্ষিত এবং আপাতদৃষ্টিতে মানুষের মতো দেখতে কয়েকজনও "যুদ্ধাপরাধের বিচারের দাবী মানি না, কারণ থাবাবাবা নাস্তিক" এই থিওরি কপচিয়ে বেড়াচ্ছেন।
---
কয়েকদিন পরে যা দেখা যেতে পারে, চলুন দেখি -
>শিক্ষক - ২+২ = ৪
>ছাত্র - আগে বলেন আপনি আস্তিক না নাস্তিক
>শিক্ষক - আস্তিকতা/নাস্তিকতার সাথে এটার সম্পর্ক কী? দুয়ে দুয়ে তো চার হবেই। ধরো আমি নাস্তিক, তাহলে কি দুয়ে দুয়ে চার হবে না?
>ছাত্র - রে নাস্তিক!! মানি না মানবোনা, কোনো নাস্তিক ২+২ যোগ করে ৪ বানানোর যে চক্রান্ত করছে, তা আমরা মানতে পারি না, কখনোই না!! ধর ব্যাটাকে ...
---
ধর্মকে ঢাল হিসাবে ব্যবহার করা যুদ্ধাপরাধী ও তাদের সমর্থকদের জানাই, নামাজ আমরাও পড়ি, রোযা আমরাও রাখি, যারা হিন্দু ধর্মের, তারা পূজাও করেন, বৌদ্ধ/খ্রিস্টানেরা নিজেদের উপাসনা করেন, যারা ধর্ম মানেন না তারা কিছুই হয়তো করেন না। কিন্তু নিজের আত্মাকে বিক্রি করে যুদ্ধাপরাধী রাজাকারদের সাফাই যারা গান, তাদের কোনো ধর্ম নাই, বকধার্মিকতার ভেক ধরে থাকা ছাড়া তাদের সাথে আস্তিকতার কোনো সম্পর্ক নাই, ছিলোনা কোনোদিনই।
প্রকৃত আস্তিক/ধার্মিক কখনোই রাজাকারদের মতো জঘন্য অপরাধীদের পক্ষে থাকতে পারেন না, আর বাংলার আম-জনতা আমাদের ইতিহাস জুড়ে সেটা প্রমাণ করে এসেছে নানা সময়ে।