লাল দাগ দেওয়া ওটা একটা নিক, ঐ নিক টা নাকি ভুত, ওটা কেই আমরা ধরব আজ.......!!
ব্লগ নিয়ে বড্ড ঝামেলা করে আজকাল ছোট বোনটা। এটা কে, ওটা কার নিক, মেয়ে না ছেলে, ওটার উত্তরে উনি কিছু লেখে না কেন, ইত্যাদি হাবিজাবি দুনিয়ার আজব সব কথাবার্তা। কয়েক দিন ধরে বলেই চলেছে সামুতে একটা ভুত আছে এবং তুমি তো জানোই ওটা কার নিক, তাহলে আমাকে বলো। আমি বলি বলা যাবে না। ঝামেলা আছে।
ঝামেলা না ছাই, জান না আমাকে বললে তো তোমার মান যাবে না, ব্লগ নিয়ে এমন সব উদ্ভট কথা বল পরে তার কোন প্রমান দেখাতে পার না, ভুত টা কে যে কেউ ধরতে পারেনি, কেউ জানেই না, জানলে তো কেউ কিছু লিখতো, তুমি দুনিয়ার ভাব নিয়ে বলো যে তুমি জান, বিয়ে করো বুঝলে.. ( আগেই বিড়ম্বনা নিয়ে লিখেছি প্রসঙ্গঃ পোস্ট ড্রাফট )
বল্লাম আমাদের জুয়েল ভাই'র কথা, ৮ বছররের বেশি সময় ধরে সামুতে আছে। ঠোট উলটে বল্ল আন্দাজি...........!! পারলে দেখাও....
কি আর করা.... আপনারাও দেখুন ভুতটাকে কিভাবে ধরা যায়।
দুইটা ব্রাউজার হলেই হবে। একটা তে নামের তালিকা আকারে থাকবে, আপরটিতে ছবি আকারে থাকবে।
১।
২।
এবার মঝের ছবিটির উপর ক্লিক করুন।
যখন মাউসটি কোন ব্লগারের ছবির উপর নেওয়া হয় তখন তার নাম এভাবে দেখায়, যেমন ১- বোকা মানুয, ২- এম এ কাশেম কিন্ত ঐ নিকটার উপর মাউস ধরলে কিছু আসে না, এভাবেও ভুত টা কে দেখতে পারেন।
৩।
৪।
নোটঃ-
পোস্টের শুরুতে ছবিটি ইমরাজ কবির মুন ভাইয়ের পোস্ট থেকে নেওয়া।
আমি কোন জুয়েল ভায়ের ব্লগের লিংক দিলাম না। আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে নিজেরা একটা ঢু মেরে আসতে পারেন।
ক্ষমা প্রার্থনা জুয়েল ভাই।