.............! .................!...............? ................................
এবার বলো কোন শাড়ীটা পরব? এইটা না এইটা?
তোমার যেটা পছন্দ সেটা পরবা.... আমি কিছু বলব না.. এ্যাজ ইউ উইশ...
আমার উইশ???? না হবে না.. আমি মানব না... বলতেই হবেই... তোমার পছন্দ মানে আমার পছন্দ.. বলো বলো প্লিজ বলোওওওও... ওহ প্লিজ এমন কর না... আমার চোখের দিকে তাকায়ে দেখ... প্লিজ..
আচ্ছা হলুদ'টা পরো.. হলুদ পরী হলুদ শাড়ী...
হি হি হি আমি জান্তাম তুমি হলুদটা বলবা.....!!!
১লা ফাগুন........ বসন্ত.... বই মেলা.. বটবৃক্ষ... আমরা...
আচ্ছা তুমি তো কবি.. এখন কি কবিতা মনে পড়তেছে? বল না...
নিঝুম অন্ধকারে তোমাকে চাই
রাতভোর হলে আমি তোমাকে চাই
সকালের কৈশোরে তোমাকে চাই
সন্ধের অবকাশে তোমাকে চাই
বৈশাখী ঝড়ে আমি তোমাকে চাই
আষাঢ়ের মেঘে আমি তোমাকে চাই
শ্রাবণে শ্রাবণে আমি তোমাকে চাই
অকালবোধনে আমি তোমাকে চাই
চৌরাস্তার মোড়ে পার্কে দোকানে
শহরে গঞ্জে গ্রামে এখানে ওখানে
স্টেশন টার্মিনাস ঘাটে বন্দরে
অচেনা ড্রয়িংরুমে চেনা অন্দরে
বালিশ তোশক কাঁথা পুরোনো চাদরে
ঠান্ডা শীতের রাতে লেপের আদরে
কড়িকাঠে চৌকাঠে মাদুরে পাপোশে
হাসি রাগ অভিমানে ঝগড়া আপোসে
তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই........
এবার তুমি কিছু বল.....
ওকেএ..
আমার শাড়ীর আঁচল ধরো... ''''তুমি তো আর কারো নও শুধু আমার.. শুধুই আমার.....''''
~~সেদিন প্রিয় কবি শায়রিয়ার নাছির হঠাৎ ফোনে জানতে চাইলেন ফাগুন নিয়ে আমার কোন স্মৃতি খুব নাড়া দেয়........ আমি এই একই গল্প বল্লাম..... আবারও......
বল্লেন অনেক দিনই তো হয়ে গেল.... তবুই স্মৃতিটা কি উজ্বল, নতুন পয়সার মতো চকচক করছে...
জানতে চাইলাম ''ওখানে কি বসন্ত আসে?? কাচের চুড়ি পাওয়া যায়??''
উনি হাসলেন... ফাগুনের শুভেচ্ছা দিয়ে পাঠালেন এই দুইটা লাইন.......
''হয়ে যাক নীল কষ্টগুলো আকাশের রং... মেঘ হয়েই ভেসে যাক তার কাছে নীল ভালবাসা হয়ে...''
সবাই কে ফাগুনের শুভেচ্ছা......!! ~~
[ধন্যবাদ সুমন, তাহসান]