কবিতা লিখতে বসলে এখন আমার কলম ফাটে,
মায়াবী সব শব্দগুলো বুকের ভিতর কুলুপ আটে।
অনেক কষ্টে এখন আমি ছন্দ মেলাই,
ফালতু সব কথার মালা, যেন সব শব্দ সেলাই।
প্রতিদিনই নষ্ট হয় কালি আর কাগজ,
সকাল বিকাল ক্ষয় হয় মুন্ডু মাথার মগজ।
প্রতিক্ষনই লিখতে থাকি- হয় যদি কোন পদ্য;
(লেখার পরে দেখি পড়ে) ছাতার মাথা- পদ্য'তো সে নয়ই, নয় কোন গদ্য।
কেন এমন হল বোঝা বড় দায়,
মনের ভিতর জ্বালা করে, জ্বালা সারা গায়।
(প্রশ্ন জাগে) ভালোবাসা নিয়ে করেছি ছলা, করেছি কলা- এই কি আমার পাপ?
সেই জন্য পেয়েছি কি এই কঠিন অভিশাপ?
ঢাকা
পশ্চিম কাফরুল।