বাংলাদেশের বেকার সমস্যা প্রকট।অশিক্ষিতের সংখ্যাও কম নয়।তাই এদেশের মানুষ বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করে। বেশিরভাগ লোকই গ্রামের সহজ সরল মানুষ।তারা কষ্ট করে উপার্জন করলেও কিছু অসাধু মানুষ এদের থেকে হাতিয়ে নেয় অর্থ।মালয়েশিয়া এদের মধ্যে অন্যতম একটি দেশ। এদেশে যারা আছে তারা প্রতারিত হচ্ছে বিভিন্ন ভাবে।অন্যান্য দেশেও একই অবস্থা। এদেশে যারা আছে বেশির ভাগ ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয় আবার বাংলাদেশিদের দ্বারা।৬পি ও বিভিন্ন পারমিটের জন্য ক্ষতিগ্রস্তের পরিমাণ কম নয়।আবার বিভিন্ন উৎপাতের সংখ্যাও কম নয়।ডেসটিনি মালয়েশিয়া থেকে যে পরিমান অর্থা হাতিয়ে নিয়েছে তা দেশের পরিমানের চেয়ে কম নয়।কিন্তু বাংলাদেশ সরকার এ ব্যাপারটা জানেইনা।
এদেশের শ্রমিকদের দায়িত্ব যে হাইকমিশনের উপর তারা নিজেদের রাজা ভাবে।আর দূর্ণীতির কথাতো বলতেই হয়না।
কয়েকদিন আগে একটা পত্রিকা দেখলাম তাতে একপৃষ্ঠা নিউজ আর একপৃষ্ঠা প্রতারণামূলক লটারীরবিজ্ঞাপন। একটিতে চোখ আটকে গেল।
""পৃথিবীটা স্বপ্নময় ও আনন্দময় আমার জীবনের সবগুলো পাতার মাঝে লেগে আছে কষ্টের দাগ।কিন্তু স্বপ্নময় ও আনন্দময় পৃথিবীতে আমিও চেয়েছিলাম সূখী হতে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সেই সুখ আমার কপালে জুটল না। আমার বাবা ছিলেন একটি বেসরকারি টেক্সটাইল মিলের সুপারভাইজার। বাবা প্রতি মাসে ৫০০০/-টাকা বেতন পেতেন তা দিয়ে আমাদের সংসার ভালই চলতো। হঠাৎ করে এক মরণব্যাধি রোগে আক্রান্ত হয়ে বাবা আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।ডাক্তার বলেছে বাবার খাদ্যনালির মাঝে পাথর হয়েছে।এজন্য বাবাকে খুব শিগগিরই অপারেশন করাতে হবে তা না হলে বাবাকে বাঁচানো সম্ভব হবেনা। আমি ১০ম শ্রেণীর ছাত্রী। আমার রোল নাম্বার ৩।আমি একজন মেধাবী ছাত্রী হয়েও টাকার অভাবে শিক্ষার আলো হতে বঞ্চিত হচ্ছি। আমার স্বপ্ন ছিল লেখাপড়া করে একদিন মস্তবড় ডাক্তার হয়ে মানুষের সেবা করব।সেই স্বপ্ন আজ মিথ্যার পরিনত হচ্ছে।আমার একটি ছোট ভাই আছে।সেও লেখাপড়া করে।একদিকে সংসার অন্যদিকে বাবার অপারেশনের টাকা জোগার করতে পারছিনা।এই মহাবিপদের দিনে কি করি কিছুই ভেবে পাচ্ছিলাম না।আত্নীয় স্বজনের কাছে গিয়ে দ্বারে দ্বারে ঘুরেছি। কেউ আমাদের সাহায্য করেনি।অবশেষে চিত্রবাংলায় বিজ্ঞাপন দিতে বাধ্য হলাম। আমি শুনেছি চিত্রবাংলায় বিজ্ঞাপন দিলে নাকি প্রবাসী ভাইয়েরা সাহায্যের হাত বাড়ান। আমি জানিনা প্রবাসীভাইয়েরা আমার এই বিপদের দিনে আমাকে সাহায্য করবেন কি-না । প্রবাসীভাইদের মধ্যে আছেন কোন সৎ হৃদয়বান-যিনি আমাকে ভালোবেসে বাবার চিকিৎসার খরচ বহন করবেন।তা হলে আল্লাহর কসম খেয়ে বলছি সুখে-দুঃখে তার পাশে থাকব। আমাকে কেউ গরীব বলে উপহাস করবেন না এবং মিথ্যা আশ্বাস দিবেন না। আমার মামার ফোন নাম্বার দিয়ে দিলাম………………… এই নাম্বারে ফোন করলেই আমাকে ডেকে দিবে।""
আমার ধারনা পত্রিকাটি বিভিন্ন দেশেও পাওয়া যায়।এটাযে প্রতারনার একটি কৌশল তা বুঝতে বুদ্ধিজীবী হতে হয়না।এর কি কোন শেষ নেই?? এগুলো থেকে কি বাংলাদেশীরা কখনই মুক্তি পাবেনা???
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৪৫