অফিসের কাজ শেষে খুলনা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছি।
ট্রেনে আসার সময় আমার পাশে যে ভদ্রলোকটি বসে আছেন তার নাম কজি।
চুল আর চেহারা ঠিক চাইনিজ বা জাপানি দের মত।
কথা ভদ্রলোকটিই শুরু করল ভাঙ্গা ভাঙ্গা ইংলিশ দিয়ে।
কথা প্রসঙ্গে কৌতুহলবসত জিজ্ঞেস করলাম, "হোয়ার আর ইউ ফ্রম??"
উত্তর আসল, "আই অ্যাম ফ্রম জাপান, নাইস মিটিং ইউ"
আমি প্রতিউত্তর করলাম, নাইস মিটিং ইউ টুউ"।
জেসচার আর পসচারে এত বেশি বিনয়ী ছিল যে বোঝাই যাচ্ছিল সভ্য দেশের নাগরিকই হবে নিশ্চয়ই।।
আস্তে আস্তে তার সাথে অনেক কথাই হল, হল কিছুটা সখ্যতা। কথা প্রসঙ্গে জানার জন্য
আমি জিজ্ঞেস করলাম, "ডু ইউ ইউজ ফেইসবুক?? ওর এনি আদার ছোশ্যাল নেটওয়ার্কিং সাইট "
কজি উত্তর দিল, আই ডোন্ট ইউজ ফেইসবুক। ইট কিলস টাইম। আই ডোন্ট হ্যাভ আ ফ্রি টাইম।
একচুয়ালি আই ডোন্ট ওয়ান্ট টু কিল মাই টাইম।
জাপানীরা সবচেয়ে কোন সাইট বেশি ব্যবহার করে প্রশ্নের উত্তরে জানলাম,
লাইন, ফেইসবুক আর ইনস্টাগ্রাম সবচেয়ে বহুল ব্যবহৃত!
আমি শুনলাম, ভাবলাম, অনেক অনেক ভাবলাম।।
কজির ফেইসবুক সম্পর্কে মাথায় নিলাম..........
ইট কিলস টাইম!!!!!
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৫১