পৃথিবীর জন্ম থেকেই পূর্ণিমা দেখা যেত। তবে আমরা সম্ভবত পূর্ণিমা দেখতে শিখেছি গৌতম বুদ্ধের হাত ধরে। কোন এক আষাঢ়ী পূর্ণিমায় মুগ্ধ হয়ে তিনি গৃহত্যাগী হন। তার বহুকাল পরে আবার আমাদের পূর্ণিমা দেখান রবি ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সবশেষে আমরা হাতে কলমে পূর্ণিমা দেখতে শিখেছি হুমায়ুন আহম্মেদের চোখ দিয়ে, তাঁরই মত করে। পূর্ণিমা দেখতে হয় পাহাড়ের উচুতে,জঙ্গলে গাছের ফাঁকে,মরু ভূমিতে, নদীতে , সমুদ্রে, হাওড়ে, বালুর চরে ইত্যাদি।আমরা চাঁদের আলো উপভোগ কতে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনে।
তবে আমার কাছে সবচেয়ে বিরক্তীকর ও বিভিশিখার ভ্রমণ হল সুন্দরবন ভ্রমণ। সর্বদা এক পাল মানুষের কিচির মচির, অধিকাংশ সময় লঞ্চে বসে অলস সময় কাটানো। কোথাও নামার সুযোগ হল তো দলবেধে হৈহুল্লোর করে নামা, কত জনকে চুপ করানো যায়, মানুষের শব্দে,কান্ড জ্ঞানহীন কর্মকান্ডে বাঘ,হরিণ তো দূরের কথা পাখি দেখা পাওয়াই মুশকিল অার অন্য বণ্য প্রাণীর কথা দূরে থাক।১টা হারণ দেখা দেল কি গলার ফুল ভলিউমের সাথ এ্যাম্পিফায়ার লাগাইয়া ঐ যে হরিণ বলে যে আনন্দ প্রকাশ করে তাতে হরিণে বংশ শুদ্ধ পালায়।শেষ মেষ করমজলের চিড়িয়া খানা দেখে এসে বলতে হয় সুন্দরবন গিয়ে ছিলাম দেখেছি কুমির,হরিণ,কচ্ছপ,সাপ আর কত জাতের পাখি।
আমার কথা চিড়িয়া খানা দেখতে এত টাকা ,সময়,শ্রম নষ্ট করে ওত দূর যাওয়ার কি দরকার,মিরপুরে গেলেইতো হয়। তাই আমাদের ট্রিপ প্লান থেকে প্রথমেই বাদ করমজল।যারা নিরিবিলিতে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে চান,সুন্দর বনের প্রকৃতি ও প্রণীর জীবনাচরন দেখতে চান , নিবীর সৌন্দর্যে অবগাহন করতে চান । তাদের জন্য মাত্র ১২ জনের গ্রুপ নিয়ে আমাদের এ আয়োজন।
FB Event Link: View this link
আমদের কার্যক্রম সম্পর্কে জানতে:
ভ্রমণ বিস্তারিত
ভ্রমণকালীণ সময়ে চাঁদের অবস্থান
খাদ্য তালিকা:
Tour Duration: 11 Sep(9:30PM)2014 - 14 Sep(11:30PM)2014
Number of Tourist : Maximum 12 person
Last Date of Registration : 04 Sep 2014
Cost of tour per person :
12,000/= BDT(Bangladeshi only)
240$ USD or Equivalent BDT (for Other then Bangladeshi)
For detail Information & Registration
Please Call:
0171 44 44 330
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৮