মাহমুদ সচেতন,স্মাট ট্রাভেলার। ট্রাভেলিং ও ট্রেকিংয়ে তার দীর্ঘ দিনের অভিজ্ঞতা। জিপিএস,ডিএসএলআর,ট্যাব সহ কতকি আধুনিক যন্ত্রপাতি তার ভ্রমণসঙ্গী তা আল্লাহ মালুম।তার যন্ত্রপাতি দেখে আমি অবকা হই, অবশ্য এগুলো আমাদের টিমকে অনেক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, ভ্রমণকে করে আরও সহজ ও আনন্দময়।তবে বেশীর ভাগ যন্ত্রপাতি ইলেকট্রনিক্স হওয়ায় ট্রেকিংয়ে এগুলো নিয়ে যাওয়ার ১টাই সমস্যা তা হল চার্জ । অবশ্য এর সমাধান ও মাহমুদের কাছে সোলার চার্জ সিস্টেম। সারাদিন আমরা ট্রেক করি আর তার বিশাল আকারের ব্যাগের উপর পরে থাকা ভাজ করা যায় এমন সোলার প্যানেল সকল ইলেকট্রনিক্স যন্ত্রপাতির চার্জের যোগান দেয়। আজকের ক্যাম্পিং সাইটে মোবাইল নেটওয়ার্ক আছে , ছুটি এক্সটেনশন করা ও পারিবারিক প্রয়োজনে রাহুলের বাসায় ও অফিসে ফোন করা জরুরী,মোবাইলে বিন্দু মাত্র চার্জ নাই আর আজই সারাদিন মেঘলা আকাশের কারণে মাহমুদের সোলার প্যানেল অফ মুডে আছে। তাই মেজাজ চরমে আছে মাহমুদ ও রাহুলের।ক্যাম্প সেট আপ শেষে ইমরুল ভাই মুচকি হেসে বললেন সামান্য চার্জের জন্য এত মন খারাপ করলে কি চলে আসেন চা বানাই, আশা করি চা খেলে আপনাদের মন ভাল হয়ে যাবে। ইমরুল ভাই চা তৈরির জন্য আগুন জ্বালালেন চায়ের আয়োজন চলছে এ ফাকে তিনি মাহমুদের জিপিইস ও রাহুলের মোবাইল ব্যাটারি চেয়ে নিলেন।আগুনের কাছে ব্যাটারি গুলো দিয়ে কি যেন করলেন। চা পরিবেশন শেষে ইমরুল ভাই রাহুকে ব্যাটারিটা ফেরত দিয়ে বললেন নেন আপনার মোবাইলের ব্যাটারি চার্জ হয়ে গেছে। রাহুল সহ টিমের সবাই অবাক সত্যিই ব্যাটারি চার্জ হয়েছে। কি ভাবে করলেন এ কাজ সে কৌশল আমদের শুনাবেন Md.Imrul Hasan Warsi
*** Rezwanul Karim ও তার দল শুনাবেন কেউক্রাডংয়ের চূড়ায় সাইকেল অভিযানের গল্প।
*** Trekkers of Bangladesh টিম শুনাবেন রাইক্ষং খাল ও কাপ্তাই লেকের উৎস অভিযান, রুমা খালের অদি-অন্ত (ক্যাম্পিং ট্রিপ) কথা, শুনাবেন বাংলাদেশের বরফ পড়ার গল্প
**** Foysal শুনাবেন একা একা নেপাল ভ্রমণের গল্প।
*** আপনি শুনাবেন কোন গল্প
যে কোন ভ্রমণকারী বলতে,দেখাতে ও শুনাতে পারবেন তার বেড়ানোর গল্প।
যে কেউ অংশগ্রহণ করতে পারবেন,নাই কোন রেজিস্টেশনের ফরমালিটি ।
আমরা ব্যবস্থা করব প্রজেক্টর ও সাউন্ড সিস্টেমের।
আপনি গল্প বলার সুবিধার্থে সাথে আনতে পারেন বেড়ানোর ছবি,ভিডিও,স্লাইড প্রভৃতি।
Facebook Event Link:
তারিখ: ১৮ জানুয়ারি,শনিবার
সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা
স্থান: ইকো ট্রাভেলার্স
ট্রপিকাল ট্রপিকানা টাওয়ার (ঠিক পুরানা পল্টন মোড়ে)
৪৫, তোপখানা রোড ( দৈনিক ফাইন্যন্সিয়াল ও ফেনি সমিতি যে ভবনে)
৮ম তলা, রুম ৭/জি
ঢাকা-১০০০।
যে কোন প্রয়োজনে: ০১৭১৪৪৪৪৩৩০
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৩