এখন আর একুশের চেতনায় উদ্বুদ্ব হই না। এখন আর একুশের গর্বে বুক ভরে ওঠে না। একুশের ইতিহাস আমাকে জাগাতে চায় কিন্তু আমি পারি না। বাংলা আমাকে কিছু দিতে চায় আমি নিতে পারি না।
কেন?
আমার চেতনাকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আমার গর্বকে মিশিয়ে দিয়েছে। ইতিহাসকে ম্লান করে দিয়েছে। আমাকে করেছে বিমুখ...
কিভাবে?
আমার সমাজ আজ বিদেশী সংস্কৃতির প্রেমে মত্ত। আমার দেশ আজ মিত্রকে খুশি করতে ব্যস্ত, আমার অভিভাবক আজ অসতর্ক। আমার সংস্কৃতি নিজের কাছেই পরাজিত।
....
আমরা হিন্দি চ্যানেলের বিজ্ঞাপন দেখে আমরা ঘুম খেকে উঠি আর হিন্দি সিরিয়াল দেখতে দেখতে ঘুমাই। হিন্দি কার্টুন দেখে বাচ্চারা এখন বাংলা বলা ভুলতে বসেছে। এখনকার বাবা মা সন্তানদের বাংলা মিডিয়ামের চেয়ে ইংলিশ মিডিয়ামে পড়াতে বেশী পছন্দ করে। এমনিতে বাংলার দেশে হিন্দির জয় জয়কার সেখানে সরকার নাকি এদেশে আনতে চাচ্ছে হিন্দি সিনেমা। আমাদের মিডিয়া বিকৃত বাংলা আর ইংরেজীতে ভরপুর। যারা আমাদের আদর্শ যাদের আমরা অনুকরণ করব তারা নিজেরাই ভাষা বিমুখ। কি শিখবে তরুন সমাজ? যেখানে বাংলা ভাষায় রয়েছে অপার ম্ভাবনা আর জ্ঞান-বিজ্ঞান অর্জনের সুযোগ; সেখানে কতটুকুই আমরা গ্রহন করছি, করতে পারছি বা করতে চাচ্ছি?
আমরা চাইলেই পারি, কিন্তু আমরা পারি না, কারণ আমরা চাই না। আমাদের দেশ প্রেম শুধু বুলিতে ই সিমাবদ্ধ, আমাদের দেশ প্রেম স্বার্থের, রাজনৈতিক আর লোক দেখানো!
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩