গত কয়েকদিন আগে এক পোলা আইসিল আমাগো বাড়ীতে, আমাগো ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে। পোলাডার ভং চং এমুন, মেজাজ গ্রম হয়া যায়।
মেজাজ খারাপের শুরু হইল যখন অয় পরীক্ষা শ্যাষ কইরা বাইর হইল। আমরা ক্যাম্পাসের পাশে খারায় আসি। এক পোলা আইল, পিঠে ম্যানচেষ্টার ইউনাইটেড এর ব্যাকপ্যাক। পোলাডা আমারে জিগায়ঃ ম্যানচেষ্টার ইউনাইটেড, এটা কি? আমি আকাশ থেইকা পড়লাম। পড়ে সামলায়া নিয়া কইলাম, এইডা একটা ফুটবল ক্লাব। তার পরের প্রশ্নঃ এই ছেলে কি ওখানে খেলে? মনে মনে গালি দিলাম একটা।
একটু পর একটা মেয়ে আইল অর সাথে কথা কইতে। ফর্ম তোলার দিন নাকি পরিচয় হইসিল। মেয়ে চইলা গেলে ছাঘোলটা আইসা কয়, আমার তো বুকিং হইয়া গেল! মনে মনে কইলাম, এত সহজে বুকিং হইলে দুনিয়ায় কেউ সিঙ্গেল ঘুরত না!
বাসায় আসার পর শুরু হইল প্যাচাল। আমার মামা নাটোরের মন্ত্রী (নাম কমু না), আমার ফ্যামিলির সবাই পেট্রোবাংলায় চাকরী করে, আমার কোন চিন্তা নাই ইত্যাদি! আমার হাতে একটা র্যাম ছিল খোলা। দেইখা কয় এইডা তো মেমোরী কার্ড তাই না? আমি মনে মনে কইলাম এইডা মেমোরি কার্ড হইলে যে মোবাইলে ঢুকবো সেইডা কত বড়?
সে জীবনে শাহরুখ খান কে দেখে নাই, কাজল কেও চিনেনা! আমার এক ফ্রেন্ড ফিফা ০৯ খেলতেসিল, সে দেইখা কয় আমি তো ভাবসি সত্যি খেলা দেখতাস! আবার কয়ঃ একটা ক্লাবে এতজন খেলে?
রাইতে আমারে জিগায়ঃ তোমার সেমিষ্টার শেষ? আমি কইলামঃ না, এই ৩০ তারিখে শেষ হইবো। কয়ঃ ও, রেজাল্ট দিসে?
রেডিও শুনতেসিলাম, আইসা জিগায় এইটা কী শুন? কইলাম রেডিও। কয় রেডিও শুনতে কত টাকা লাগে?
রাইতের বেলা খাওয়ার পর শুরু করল প্যাচাল, ক্যান বাংলাদেশীরা এত পিছনে পইড়া আছে... (নাইনে ইতিহাস বই ভালো কইরা পড়ছিল মনে লয়! এই পোলা ইন্টার পাস করল কেম্নে?) মনে মনে কইলাম, তোর মত পাবলিক আসে বইলাই আমরা আগাইতে পারতেসিনা!
এই জাতের পোলাপাইনের জইন্য একটাই ওষুধ, পিডানি... কইষা পিডানি।
সবাই ভালো থাইকেন, নতুন বছরের শুভেচ্ছা লইয়েন
খালি পিডাইতে ইচ্ছা করে - ১
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৯