দিন কয়েক হইল কোন কিছুতেই শান্তি পাইতেসি না। কাউরে বাইন্ধা খায়েশ মিটায় পিডাইয়া পায়েস খাইতে ইচ্ছা করতেসে।
ক্যান? আরে ভাই চারদিকে এত সমস্যা মাথা কেম্নে ঠিক থাকে কন?
কয়ডা ঘটনা বলি বুজবার পারবেন।
এক.
ঈদের ছুটিতে আসছি রাজশাহীতে, ঢাকা থেইকা আসার সময় উন্মাদের ঈদ সংখ্যাডা কিন্যা আনতে ভুইলা গেসি। সাহেব বাজারে এক খবরের কাগজ, ম্যাগাজিনের দোকানে গিয়া কইলাম উন্মাদ আছে?
কাউন্টারে বইসা থাকা ভোম্বল প্রকৃতির লুকটা আমার আপাদমস্তক স্ক্যান কইরা কইলঃ নাই। এক সেকেন্ডের ভিত্রে আবার কয়ঃ উন্মাদ তো ৫ বছর ধইরা পাবলিশ হয়না।
টাশকি খায়া গেলাম। কয় কি?? তাইলে প্রতিমাসে আমি যেইগুলা পড়ি সেইগুলা কি?
কইলামঃ কে কইসে উন্মাদ প্রকাশ হয়না? আমি তো প্রতিমাসেই পড়ি।
কয়ঃ আপ্নে ভুল বকতেসেন।
আমি কইলামঃ আমি যদি আপ্নেরে উন্মাদ আইনা দেই?
বেকুবটা কয়ঃ দুইফুট লুক আবার বড় বড় কথা। আমারে চ্যালেঞ্জ করেন?
মেজাজটা এমুন বিলা হইল বলার মত না। আমার হাইট ৫ ফিট ১০ ইঞ্চি, আর আমারে কয় দুই ফিট!
আমি কইলামঃ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করতেসেন কেন? আমি কি বলসি চ্যালেঞ্জ?
ইতর কয়ঃ আরে মিয়া ভুল বইকেন না, যান ভাগেন।
খুন চাইপা গেল। কইলামঃ যান চ্যালেঞ্জ, আমি আপ্নেরে এই রাজশাহী থেইকাই উন্মাদ কিন্যা দিমু। কয় কপি লাগবো কন।
বেডায় কয়ঃ যান, যদি আইন্যা দিবার পারেন তাইলে আমার মাথাডা কাইট্টা লইয়া যাইয়েন।
আমি নিউ মার্কেট আইসা উন্মাদের দুইটা সংখ্যা কিনলাম, হেরপর ওই দোকানে গিয়া ভোম্বল্টার সামনে উন্মাদের সংখ্যা দুইডা ফালাইলাম। তারপর কইলামঃ যান পাশের দোকান থেইকা করাতটা লইয়া আসেন।
ভোম্বল ভ্যবাচ্যাকা খায়া চিল্লাপাল্লা কইরা লুক জড় কইরা ফেললো। আমারে কইল এক্ষণ দোকান থাইকা চইলা যাইতে। নাইলে নাকি আমারে মারবো।
হালায় কয় কি! আমার এলাকায় আমারে মারবো। কইলামঃ সাহস থাকলে টাচ কইরা দেখেন, তয় আগামীকাল সহি সালামতে দোকানে আইতে পারবেন কিনা এই গ্যারান্টি দিতাম পারতাসি না (ভয় দেখাইসি আসলে আমি অত ডেঞ্চারাস লুক না! )। এর মইদ্যে দোকানের মালিক আয়া পড়ল। মালিক দেখি আবার আমার চিনা পাব্লিক। কয় কী ব্যাপার কী ব্যাপার??
আমি সব ডিটেইলস কইলাম। মালিক কয়ঃ ভুল হইয়া গেসে বস, বুইড়া মানুষ, আর হইব না। রোজা রমজানের দিন, ছাড়ান দেন...
দুই.
দোস্তগো লগে ইফতার কইরা বাসায় যাইতাসি, সাথে আরেক দুস্ত। হেয় হঠাৎ কইলঃ আমি যদি এখন একটা সিগারেট খাই তুই কি মাইন্ড করবি? আমাগো টোটাল ফ্রেন্ড গ্যাংয়ের মইদ্যে কুন স্মোকার নাই, তাই ভাবলাম মজাক করতাসে (যেম্নে হাইসা হাইসা কইল মজাক না ভাইবা উপায় ছিল না )। আমিও হাইসা হাইসা কইলাম, না না, কুন সমস্যাই নাই!
হেরপর দেখি হালায় পকেটে হাত ঢুকায়া একটা বেনসন বাইর করল!
আমি হা কইরা তাকায়া আসি দেইখা মিচক্যা হাইসা কয় এই একমাস একটু খাই! কতদিন থেইকা খাস? এই তো বছর চারেক থেকে। (কোন দিন জান্তেও পারলাম না!) ধরলি কেম্নে? ঈদের ছুটিতে খালাত ভাইরা আসে বিদেশ থেকে, ওরা শিখাইসে। এইবার তো ভাইয়া জটিল জিনিস আনসে। আমি জিগাইলামঃ কি? অ্যালকোহল না তো? কয়, তুই কিভাবে জানলি?
আবার কয়, কাউকে বলিস না কিন্তু! তুই ছাড়া কেউ জানেনা।
মাইনসে রমজান মাসে সিগারেট ছাড়ে জানতাম, ধরতে দেক্লাম এই পরথম!
তিন.
ভাবলাম এমনি টাইমে টিভি ভালমত দেখবার পারিনা, এইবার ঈদের ছুটিতে ধুমায়া টিভিতে অনুষ্ঠান দেখমু। ঈদের পর চাইর দিন পার হয়া গেল, এর ওর বাসায় দাওয়াত, ফুফাত ভইনের বিয়া, দুস্তগো লগে ঘোরাঘুরি করতে করতে ছুটি শ্যাষ! বাদবাকি যা টাইম ছিল টিভির সামনে বইসা ফাউল সব অনুষ্ঠান দেইখা মেজাজ খ্রাপ হওয়া ছাড়া আর কিছুই হয়নাই।
আরো অনেক ঘটনা আছে, পরে শেয়ার করমুনে। এম্নিতেই পোষ্ট বড় হইয়া গেসে। খালি পিডাইতে ইচ্ছা করে!!
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৫ রাত ১২:৫২