IDM কী?
IDM বা ইন্টারনেট ডাউনলোড ম্যনেজার একটি ডাউনলোড এক্সিলারেটর সফটওয়্যার।
IDM কেন ব্যবহার করবেন?
IDM এর রয়েছে দারুন ফিচার। ডাউনলোড শিডিউল করা, ডাউনলোড রিজিউম করা, নির্ঝঞ্ঝাটে ইউটিউব এবং ই-স্নিপ্স এর মত সাইট থেকে ডাউনলোড করা, ব্রাউজারের বিল্ট ইন ডাউনলোডার থেকে কয়েকগুন বেশী স্পীডে ডাউনলোড করা ইত্যাদি সহ এক পরিপূর্ণ ডাউনলোডার IDM. IDM ফাইল গুলোকে কয়েক ভাগে ভাগ করে ডাউনলোড করে, তাই অনেক দ্রুতগতিতে নামাতে পারে। ইন্সটলেশনের সময়েই IDM সয়ংক্রিয়ভাবে আপনার ডিফল্ট ব্রাউজারে ইন্টিগ্রেট হয়ে যাবে (ফায়ারফক্স ও ইন্টারনেট এক্সপ্লোরারের ক্ষেত্রে)।
সাধারণ ভাবে IDM নামালে এতে ৩০ দিনের ট্রায়াল পাবেন।
ফুল ভার্সনে এসব কোন ঝামেলা নেই।
এখন দেখি কিভাবে আমরা IDM 5.17 এর full version পেতে পারি। নিচের লিঙ্ক থেকে ফাইলটি ডাউনলোড করুন প্রথমে।
ডাউনলোড করুন এখান থেকে।
আই.ডি.এম ভার্সন ৫.১৭
(পাসওয়ার্ডঃ dmanfly)
আপনার ডাউনলোড করা ফাইলটি একটি .rar ফাইল। এই ফাইলটি যেকোন Archiving software (যেমন সেভেনজিপ, উইনরার বা পী জিপ) দিয়ে Extract করুন। Extract করার পর ভেতরে একটা প্যাচ ফাইল আর ইন্সটলেশন ফাইল পাবেন। প্রথমে ইন্সটল করে নিন। এরপর দেখুন টাস্কবার এ IDM এর আইকন দেখাচ্ছে কিনা। যদি দেখায়, তাহলে প্রোগ্রামটি রান করছে। আইকনে রাইট ক্লিক করে Exit চেপে প্রোগ্রামটি বন্ধ করুন। এরপর প্যাচ ফাইলটি কাট বা কপি করে যে ফোল্ডারে IDM ইন্সটল করেছেন, সেখানে পেস্ট করুন (যদি পরিবর্তন না করে থাকেন, তাহলে C:Program FilesInternet Download Manager হওয়ার কথা)। প্যাচটিতে ডাবল ক্লিক করুন, যে উইন্ডো আসবে সেখানে Patch বাটনে ক্লিক করুন। এরপর...
এরপর আর কিছু করার দরকার নাই! সিরিয়াল কপি করার ঝামেলাও নাই! পিসি রিস্টার্ট দিন এবং নির্ঝঞ্ঝাটে ব্যবহার করুন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার।
IDM নিয়ে এ পর্যন্ত অনেক ব্লগার পোষ্ট দিয়েছেন, তার পরও এই পোষ্টের অবতারণা। ব্লগার নিশ্চুপ নিরবতার একটি পোষ্টে কমেন্ট করতে গিয়ে দেখলাম কমেন্ট বেশ বড় হয়ে যায়, এটাকে পোষ্ট করে ফেললেই তো হয়! যে কথা সেই কাজ... তবে আশা করি উপকারে আসবে।
শেষ কথাঃ
বর্তমানে আমাদের দেশে IDM ফুল ভার্সন কিনতে পাওয়া যাচ্ছে। দাম খুব সম্ভবত ৯০০ টাকা। যদি কিনে ব্যবহার করার সামর্থ্য থাকে, তবে পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করতে যাবেন না। আর যদি নিতান্তই সামর্থ্য না থাকে, অথবা পাইরেটেড সফটওয়্যারের ভক্ত হন, তাহলে আলাদা কথা!
ব্যক্তিগত ভাবে আমি পাইরেটেড সফটওয়্যারে চেয়ে ঐ সফটওয়্যারের বিকল্প কোন ফ্রী ওয়্যার সফটওয়্যার ব্যবহার করতে পছন্দ করি। IDM এর ও বিকল্প ফ্রী ওয়্যার সফটওয়্যার আছে, যেমন অরবিট ডাউনলোডার, ফ্রী ডাউনলোড ম্যানেজার ইত্যাদি। IDM এর প্রায় সব সুবিধাই আছে এই সফটওয়্যার গুলোতে। তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় IDM ই সবচেয়ে ভালো।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:৫২