[] আপনার বাবার হয়তো টাকা
আছে, অনেক টাকা। কিন্তু আমাদের
হয়তো নেই। তাই বলে
আপনি আমাদের মত গরীবদের
মানুষ বলে মনে করবেননা এটা
আপনার কেমন মনুষ্যত্ব?
.
[] আপনি হয়তো বড় বড় ডিগ্রি পেয়ে
দেশের সুশিক্ষিত ব্যক্তিদের
কাতারে নাম লিখিয়েছেন, কিন্ত
সাধারণ অল্প শিক্ষিত, অশিক্ষিত
মানুষদের সাথে খারাপ আচরণ
করবেন এ আপনার কেমন শিক্ষা?
.
[] আপনার হয়তো আল্লাহর রহমতে
শরীর স্বাস্থ্য ভালো, উচ্চতায় হয়তো
ছয় ফুট ছুঁয়ে ফেলেছেন।
তাই বলে কোন খাট মানুষকে নিয়ে
উপহাস করবেন, এ আপনার কেমন
ভদ্রতা?
.
[] আপনি হয়তো দেখতে ভালো,
গায়ের রং ফরসা।
তাই বলে কোন কালো মানুষকে
দেখে আপত্তিকর কথা বলবেন
এ আপনার কেমন অধিকার?
.
[] আপনাকে হয়তো সৃষ্টি কর্তা জ্ঞান
দিয়েছে, আপনি চালাক মানুষ।
তাই বলে কোন সহজ সরল মানুষকে
নিয়ে হাঁসা-হাঁসি করবেন এ আপনার
কেমন বিবেক?
:
:
আরে ভাই/বোনেরা,
একজন মানুষকে ছোট করে দেখার
আগে ভেবে দেখুন তাকে যে মালিক
সৃষ্টি করেছেন আপনাকেও ঠিক
একই মালিক সৃষ্টি করেছেন।
হয়তো সে গরীব আর আপনি ধনী।
হয়তো সে অশিক্ষিত, আপনি শিক্ষিত।
হয়তো সে খাট আর আপনি লম্বা।
হয়তো সে বোকা আর আপনি চালাক।
কিন্তু এতে তার কি দোষ?
নিজের বিবেককে প্রশ্ন করুন আপনি।
কাউকে ছোট ভাবার আগে একটি
কথা ভেবে নিবেন আপনার কাছে
তাকে সাধারণ মনে হলেও সৃষ্টি
কর্তার কাছে হয়তো সে অসাধারণ।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮