আজকে লিখতে বসলাম কোন ধরনের প্রস্তুতি ছাড়াই, একদম হঠাৎ করেই শুরু করলাম টাইপ করা। এর আগের শেষ কবে কোন ওয়ার্ড ডকুমেন্ট সেভ করেছিলাম বলতে পারব না ঠিক করে তবে দু চার লাইন লিখে ব্যাকস্পেস চেপেছি বহু বার। কলম হাতেও কম চেষ্টা করিনি, ঘুম থেকে উঠে , ঘুমানোর আগে, দুপুরের রোদে, বিকালের বারান্দায়, ঘরে বাইরে, খাতা কলম চশমা পরিষ্কার করে বসেছি অনেক কিন্তু ফলাফল ছিল সেই খাপছাড়া দু চার লাইন।
খারাপ কেটেছে দিন গুলো, পারিপার্শিক পরিস্তিথি তো আগে থেকেই মুক্ত চিন্তার বিপক্ষে ছিল তবে কাছের কিছু হারাবার আকমস্কিতায় যে কলম থমকে যাবে ভাবতেই নিজেকে অসহায় মনে হত। অনেক ভেবেছি এই নিয়ে, সময় দিয়েছি, একের পর এক সর্থী সহ কর্মীরা যখন ধর্মের খাতায় রক্তাত বলীদান দিছিলো তখনো লেখা থামেনি আমার, আন্দোলন জাগোরনে বিল্পবী ভূমিকায় লেখা থামেনি আমার...
চোখে জল নিয়ে লিখেছি, ঠোঁটে হাসি নিয়ে লিখেছি, গায়ে ঘাম নিয়ে লিখেছি কিন্তু এখন আর হয় না, অনেক বদলানোর পরও পারছি না মনের মত করে লিখতে।
এতটুক বলতেই খুব বেগ পেতে হল, তবে কথা দিচ্ছি আমার ভোতা আংগুল আর তীক্ষন কলম কোনো ভাবেই থেমে থাকবার না।
পরিবর্তন আসবেই চাই সবার শুভ কামনা।
(বিঃদ্রঃ নতুন করে শুরু করা মানে, পুরোনো কে ভুলে যওয়া না তার থেকে অগ্রসর হওয়া...)
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৬ রাত ১১:৫০