রাতের আঁধারে চাঁদের চিকচিক রুপালি আলো কার না ভালো লাগে। আর এই আলোর উজ্জ্বলতা যদি সাধারণ কোনো পূর্ণিমার চেয়ে ৩০ শতাংশ বেশি হয়, চাঁদকে যদি ১৪ শতাংশ বেশি বড় মনে হয় তাহলে কেমন হবে ব্যাপারটা। একবার ভেবে দেখুন তো।
আড়াইহাজারকে বলা হয় মিনি কক্সবাজার
আগামী ১৪ নভেম্বর সোমবারের রাতটি হবে তেমন। সেই রাতে চাঁদ প্রায় ৭০ বছরের তুলনায় পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করবে। এটি তাই সুপারমুনগুলোর মধ্যেও সুপার হবে।
এই স্নিগ্ধ রুপালি আলোয় কোথায় ঘুরতে যেতে ইচ্ছে করছে? তাহলে দুই চোখ পুরো খোলা রেখে চলে যেতে পারেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মেঘনার চরে।
আড়াইহাজারে মিনি কক্সবাজার এবং মেঘনা বিলাস
সেখানে পাবেন চারদিকে পানি। মাঝখানের নির্জন চরে বসে রুপালি জ্যোৎস্নার আলোতে ভেসে যাবেন এক মায়াবী ভালো লাগার জালে।
রাতে জ্যোৎস্না বিলাস উপভোগের আগে যেতে পারেন দুপুরে। তখন পাবেন টলমলে পানি। বালুর সৈকত। পানি দেখে নির্ঘাত লাফিয়ে পড়তে ইচ্ছে করবে।
কেউ ইচ্ছে করলে বিশাল ট্রলার ভাড়া নিয়ে ভেসে বেড়াতে পারেন মেঘনার বুকে। রাতে থাকতে পারেন ওই ট্রলারেই। কেউ চাইলে চরে তাঁবু নিয়ে ক্যাম্পিংও করতে পারেন।
আড়াইহাজারে মেঘনার চরের পাশেই আছে আড়াই কিলোমিটারব্যাপী কাশবন। সারা রাত মেঘনায় জেলেরা মাছ ধরেন। লাল লাল বাতি থাকে নদীজুড়ে।
নিরাপত্তা নিয়েও কোনো সমস্যা নেই। নারী, পুরুষ ও শিশু সবাই যেতে পারেন।
কেউ ব্যক্তিগতভাবে যেতে না পারলে দলগতভাবেও যেতে পারেন। দুটি ক্ষেত্রেই আপনারা সেখানকার স্থানীয় বাসিন্দা ট্রাভেলার শাহীনূর আড়াইহাজারীর সহায়তা নিতে পারেন। চাইলে তাঁর ইভেন্টেও যোগ দিতে পারেন। ফেসবুকে বিউটিফুল আড়াইহাজার গ্রুপের পেজে তিনি দুটি ইভেন্ট খুলেছেন। একটি ১৪ নভেম্বর রাতে। আরেকটি ১৮ নভেম্বর রাতে। যে কেউ দুটি বা যেকোনো একটি ইভেন্টে যোগ দিতে পারেন। খরচ হতে পারে ৬০০ থেকে ৭০০ টাকা।
ইভেন্টের মধ্যে থাকবে রাতভর আড্ডা, গান। শাহীনূর আড়াইহাজারীর ভাষ্যমতে, থাকবে এন্টিক খাওয়া-দাওয়া, বার বিকিউ। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে বাঁশিওয়ালার বাঁশির সুর। সঙ্গে জ্যোৎস্না খাওয়া ফ্রি (মনের খোরাক)। ইভেন্টের বিস্তারিত জানতে ফোন দিতে পারেন Shahinoor Araihazari ১৬১১২৫২৫০০, ১৭৫৭০৪০৯২৯। ফেসবুকে দেখতে পারেন
www.fb.com/groups/1703367309900515
কেন এই আয়োজন ঃঃ কি কি পাবেন
১। সুপার মুন, ৭০ বছরের মধ্যে চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে থাকবে...
২। চারদিকে পানি, পাশের বিশাল বালির চর এবং কাছের তিন কোনা নির্জন চরে বসে ক্রিস্টাল ক্লিয়ার জোস্নার আলোতে ভেসে যাবেন এক মায়াবি ভাল লাগার জালে...।
৩। দুপুরে আসলে টলমল পানি আর বালির বিচ দেখে পানিতে নামার লোভ সামলাতে পারবেন তো ???
৪। থাকবে বিশাল ট্রলার, ভেসে বেড়াবো মেঘনার বুকে, রাতে কিন্তু ট্রলার এই থাকা হবে। চাইলে তাবু নিয়ে আসতে পারেন।
৫।দেখবেন মাছ ধরা, জেলেদের জীবন ধারা, গ্রামীণ পরিবেশ ।
সারারাত নদীতে জেলেরা মাছ ধরে, লাল লাল বাতি থাকে নদী জুড়ে।।
৬। নিরাপত্তা নিয়ে কোন সমস্যা নেই। নারী / পুরুষ / বাচ্চা সবাই আসতে পারেন । পাশেই লোকালয় + একটু দুরেই বাজার।
৭। রাতভর আড্ডা , গান, এন্টিক খাওয়া দাওয়া, বার বি কিউ...
৮। বিশেষ আকর্ষণ হিসাবে চলবে ভাগিনার দুর্দান্ত বাঁশির সুর...।
আর কি চাই ??????? আর কিছু করতে পারুম না
খরচ যা হবে তা ই।।
কি কি খাওয়ানোর প্ল্যান করলাম আর কত লাগতে পারে ???
১। বিকেল/ সন্ধ্যায় ঃঃ এন্টিক মিনি আলু পুরি ৫ টা করে
২। ডিনার ঃ পাতি/রাজ হাঁসের ভুনা মাংস (৫ টুকরা) + সাদা ভাত + ঘন মুগ ডাল। সাথে চরের খিরাই এর সালাদ।
৩। মাঝ রাত ঃ মুরগির বার বি কিউ + ঝাল মুড়ি
৪। নিশি রাত ঃ নাজিম এর স্পেসাল দই ...
৫। সুপেয় পানি + চা থাকবে সাথে
সাথে জ্যোৎস্না খাওয়া ফ্রি ( মনের খোরাক )
কত লাগতে পারে ??
লোকজন কম হলে ৭০০ টাকার মত। বেশি হলে ৬০০ টাকার মত। কম হলে ফেরত পাবেন, বেশি লাগ্লে দিবেন। ৫০ টাকা এদিক সেদিক হতে পারে। ১ দিন আগে জানাতে পারব। বেশিটাই ধরে রাখেন। কম লাগ্লে সবাই খুশি হয়, আমিও
কি কি পাবেন ঃ
১। জম্পেশ খাওয়া দাওয়া
২। বড় ট্রলার এ ঘুরা + ট্রলার এ থাকা
৩। ট্রলার + চরে সামিয়ানা ( নতুন পলি কাগজ কিনতে হবে, যাতে শিশিরের পানি না পরে)
এত কিছু আয়োজন, কিছু মানুষকে নিতে হবে কাজ করতে, সাথে ২/৩ জন মেহমান থাকবে । তাই সবার কাছ থেকেই ১০০ /১৫০ টাকা সার্ভিস চার্জ নেয়া হবে। লোকজন বেশি হলে চার্জ কমে যাবে... ফ্রি জিনিসের মূল্য থাকেনা (আমি না , গুণী লোকজন বলেন ) দেখি কোন স্পন্সর পাই কি না। পেলে টাকা কমে যাবে।
আসা/যাওয়া ঃঃঃঃ
সবাই যে যার মত করে আড়াইহাজার আসবেন, যাবেন। এরিয়া অনুযায়ী সবাইকে ট্যাগ করে দেবো। যাতে এক সাথে আসতে পারেন...
এখানে আসার পর আমাদের সবকিছু হবে এক সাথে, চাইলে আপনারা নিজেরাও নিজেদের মত আয়োজন করতে পারবেন।।
রুট ১ঃ সায়েদাবাদ থেকে অভিলাস পরিবহন এ আড়াইহাজার ভাড়া ৬০ টাকা।
রুট ২ঃ গুলিস্তান থেকে দোয়েল/ স্বদেশ পরিবহন এ মদনপুর (৪৫ টাকা)। মদনপুর থেকে সি এন জি আড়াইহাজার ( ৫০ টাকা)
রুট ৩ঃ কলাবাগান থেকে মেঘলা পরিবহন এ গাউসিয়া/ভুলতা (৬০ টাকা), সি এন জি তে আড়াইহাজার (৩০ টাকা)
রুট ৪ ঃ ৩০০ ফিট মোড় থেকে লোকাল প্রাইভেট কার এ গাউসিয়া/ভুলতা (৮০ টাকা), সি এন জি তে আড়াইহাজার (৩০ টাকা)
যেভাবেই আসুন এসে থানার মোড় থেকে সি এন জি তে খাক্কান্দা ঘাট (৪০ টাকা)
থাকা ঃ
একটা বড় ট্রলার থাকবে , যেটার ভেতরে ২০ উপরে ২০ জন ঘুমাতে পারবে। লোকজন বেশি হলে আরও নেয়া হবে। ইচ্ছে করলে তাবু নিয়ে এসে থাকতে পারবেন। বালির চর। আসবেন জ্যোৎস্না দেখতে, ঘুমাইলে কি চলবে ???
আরও বিস্তারিত আসবে ...।।
কিছু জানতে চাইলে শাহিন ভাইকে কল করতে পারেন
01611-252500 : 01757040929
লেখা - মাহবুব আলম রনি ও শাহিনুর
ফটো - কামরুল হাসান
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:২০