Blue Lagoon বা নীল হ্রদ
লালা খাল- জৈন্তাপুর - সিলেট
নীল পানির সারিনদী & লালা খাল
সিলেট জেলার জৈন্তাপুর, গোয়াইনঘাট এবং কোম্পানিগঞ্জ উপজেলাজুড়ে বয়ে গেছে টলটলে স্বচ্ছ পানির এক নদী। টিলা আর পাহাড়ের ভাঁজে ভাঁজে বয়ে চলা এ নদীর নাম ‘সারি’। শীতের শুরু থেকে এ নদীর পানি নীলাভ হতে শুরু করে। একেবারে তলার বালুকণাও খালি চোখে দেখা যায়। এমন স্বচ্ছ স্ফটিক পানির নদী বাংলাদেশে দ্বিতীয়টি নেই।
কীভাবে যাবেন
ঢাকার ফকিরাপুল, সায়দাবাদ ও মহাখালী বাস স্টেশন থেকে সিলেটের বাসগুলো ছাড়ে। এ পথে গ্রীন লাইন পরিবহন, সৌদিয়া এস আলম পরিবহন, শ্যামলি পরিবহন ও এনা পরিবহনের এসি বাস চলাচল করে। ভাড়া ৮শ’ থেকে ১ হাজার ১শ’ টাকা।
এছাড়া শ্যামলী পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, ইউনিক সার্ভিস এনা পরিবহনের পরিবহনের নন এসি বাস সিলেটে যায়। ভাড়া ৪শ’ থেকে সাড়ে ৪শ’ টাকা। এনা পরিবহনের বাসগুলো মহাখালী থেকে ছেড়ে টঙ্গী ঘোড়াশাল হয়ে সিলেট যায়।
ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মঙ্গলবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল ৬টা ৪০ মিনিটে ছেড়ে যায় আন্তঃনগর ট্রেন পারাবত এক্সপ্রেস। সপ্তাহের প্রতিদিন দুপুর ২টায় প্রতিদিন ছাড়ে জয়ন্তিকা এক্সপ্রেস। বুধবার ছাড়া সপ্তাহের প্রতিদিন রাত ৯টা ৫০ মিনিটে ছাড়ে উপবন এক্সপ্রেস। শুক্রবার ছাড়া প্রতিদিন বিকাল ৪টায় ছাড়ে কালনী এক্সপ্রেস। ভাড়া দেড়শ থেকে ১ হাজার ১৮ টাকা।
সিলেট থেকে জৈন্তাপুর কিংবা জাফলংগামী বাসে চড়ে সারিঘাট নামা যায়। ভাড়া ৫০ থেকে ৬০ টাকা। সারিঘাটে বিভিন্ন রকম নৌকা ও স্পিড বোট পাওয়া যাবে ভ্রমণের জন্য। আকার ভেদে প্রতিটি নৌকার ভাড়া ঘণ্টা প্রতি ভাড়া পড়বে ৫শ’ থেকে ২ হাজার টাকা।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮