আল্লাহ তায়ালার কাছে মানুষ যখন কিছু চায় তখন তার মন থাকে পরিষ্কার। সে কোন ভণিতা না করেই তার আর্জি উপস্থাপন করে।
পক্ষান্তরে মানুষ যখন মানুষের কাছে কিছু চায় তখন সে নানা ধরনের চিন্তা ও পেরেশানির মধ্যে পতিত হয়। অতএব সে বিভিন্ন ভণিতা ও কৌশল প্রয়োগ করে। তার মনও দুরুদুরু করে।
এর কারণ কি?
মানুষ কি আল্লাহ তায়ালার চেয়ে আল্লাহর বান্দাকে বেশী ভয় করে?
আল্লাহ তায়ালা সম্পর্কে মানুষ ভাল ধারণা রাখে যে, তিনি এমন একজন মনিব যিনি গোলামের কথা মনোযোগ দিয়ে শুনেন।
মানুষ সম্পর্কে মানুষ ধারণা রাখে যে, হয়তো সে তার সমস্যাদি উপলব্ধি করতে পারবে না বা করতে চাইবে না। তাই সে ভণিতা ও কৌশলের আশ্রয় নেয়।
আল্লাহ তায়ালার অলীরা মানুষের কাছে কিছু আশাও করেন না, তাই তারা মানুষের কাছে কিছু চান না। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লাম আমাদের পরমুখাপেক্ষীহীন হওয়ার শিক্ষা দিয়েছেন। এর জন্য দোয়াও আছে। রিয়াজুস সালেহীন কিতাবের দোয়ার অধ্যায়ে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামের পবিত্র মুখ নিঃসৃত অনেক সুন্দর সুন্দর দোয়া আছে - যেসব দোয়া আমাদের শিখে নেয়া কর্তব্য। এসব দোয়াগুলির একটাও যদি কবুল হয় তবে কোন ব্যক্তি দুনিয়া ও আখিরাতে অসফল বা না-কামিয়াব থাকতে পারে না। আল্লাহ তায়ালা আমাদের সেসব দোয়াগুলো শিখে আমল করার তৌফিক দান করুন। আমীন।
___________________________________________________
ডাঃ জহির
২৪ এপ্রিল, ২০১৫
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:২৮