জিপির “স্টার সাবস্ক্রাইবার” হবার কারণে আমার জন্য নাকি স্পেশাল সুবিধা আছে(!) সেটা ট্রাই করার জন্য 121 এ 1টা কল দেই । (1টা ISD নম্বর থেকে খালি মিসডকল আসে, সেটা বেরিং করার জন্যই মূলত কল দেয়া)
গ্রামীণফোন বালকঃ স্লামুআলাইকুম ,শুভ অপরাহ্ন .... বলছি কিভাবে সাহায্য করতে পারি স্যার?
আমিঃ 1টা ISD নম্বর থেকে মিসডকল আসে, সেটা বেরিং করার উপায় কি?
গ্রামীণফোন বালকঃ স্যার আপনার নম্বরট 01717.... ?
আমিঃ হ্যা..........
গ্রামীণফোন বালকঃ একটু অপেক্ষা করবেন স্যার..
গ্রামীণফোন বালকঃ স্যার আপনার নাম?
আমিঃ তানজি...
গ্রামীণফোন বালকঃ স্যার আপনার FnF নস্বরটি একটু বলবেন প্লিজ?
আমিঃ 017... 0171....
গ্রামীণফোন বালকঃ শেষ কত টাকা রিচার্জ করেছেন স্যার?
আমিঃ 50..
গ্রামীণফোন বালকঃ একটু অপেক্ষা করবেন স্যার..
(30সেকেন্ড পর)
ঃ দুঃখিত স্যার ইন্টারন্যাশনাল ইনকামিং কল ব্যারিং করার কোনো সিস্টেম আপাতত আমাদের নেই।
আমিঃ শুধু এটা জানাতে আমার FnF , রিচার্জ অ্যামাউন্ট জানতে হল? খামাখা সময় নষ্ট করলেন ক্যান?
গ্রামীণফোন বালকঃ সরি স্যার, এটা আপনার সিকউরিটির জন্য। (!!)
( মেজাজ তো চরমে- ইচ্ছা করে কানে কপালে থাপরাই )
গ্রামীণফোন বালকঃ আর কি কোনোভাবে সাহায্য করতে পারি স্যার?
আমিঃ না আর লাগবেনা।
গ্রামীণফোন বালকঃ ধন্যবাদ স্যার, আপনাকে আর একটি জিনিষ জানিয়ে রাখতে চাইছি... 2002 নম্বরে ডায়াল করে সবর্শেষ খবর..... ...
(লাইন কেটে দিয়েছি, ভদ্রলোক বলে কিছু বলতে পারলাম না ওরে, ফোন রাখার পর কষে পিডাতে মন চাচ্ছে। )
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১০ বিকাল ৪:০৬