হে জননী,
জাতির ক্রান্তিলগ্নে বিপুল ব্যবধানে জয়ী হয়ে তুমি আসলে দেশের সেবায়। দেশ যে প্রত্যাশায় তোমায় ভোট দিল তুমি দেশকে কি দিলে বিগত দিনগুলোতে?
তোমার লালিত ছাত্রলীগের লালসা দেখে জাতি আজ লজ্জিত। তাদের ধর্ষণ, সংঘর্ষ আর প্রভাব বিস্তারের খেলা দেখে জাতি ভাবে দুর্নীতিগ্রস্থ বিএনপি কে ভোট দেয়াটিই কি ঠিক ছিল না?
ডিজিটাল বাংলাদেশের নামে তুমি যে প্রহসন দেখালে জাতি তাতে সস্তা বিনোদন পেল। উচ্চমুল্যের ইন্টারনেট, প্রযুক্তি পন্যের উচ্চমুল্য আর বিদ্যুতের চরম ঘাটতি... এসব উপেক্ষা করে তুমি কিভাবে ডিজিটাল দেশ গড় তা এই ছোট মাথার চিন্তায় বুঝে উঠতে পারেনা।
পুতুলের দাদা শ্বশুর কে নিয়ে তুমি যে নাটক চালালে তাতে সন্দেহ জাগে তুমি কি সত্যিই যুদ্ধপরাধীদের বিচারে সক্ষম হবে?
নাম পরিবর্তনের যে খেলা তুমি শুরু করলে তার শেষ কোথায় ঠেকবে বলোতো? শহীদ জিয়ার নাম তুমি মুছে ফেলতে চাও.. কেন রাজনৈতিক বিবেচনার শিকার হবেন একজন প্রিয় জননেতা? দেশ গড়তে তাঁর অবদান জাতি ভুলেনি। দুর্নীতিগ্রস্ত বিএনটি ও স্বল্প শিক্ষিত বেগম জিয়ার বিবেচনার সাথে তোমার বিবেচনা যাবে কেন? তুমি তো মহান ডিগ্রি কন্যা.. আমাদের গর্ব!
হে মাতা,
বঙ্গবন্ধু বেঁচে থাকলে তাঁর সোনার বাংলার দূর্দশা দেখে আরেকবার মরে যেতে চাইতেন। দেশকে তুমি কোথায় নিয়ে যেতে চাচ্ছো? সংশয় হয় ভারতের কাছে আমাদের সোনার বাংলাকে না বিক্রি করে দাও।
দেশ তোমার কাছে আলো চায়, ক্ষুধার্ত চায় খাদ্য, আপামর জনতা চায় উন্নতি। রাজনৈতিক রেশারেশি বাদ দিয়ে একটু আলো দাও হে জাতির কন্যা!