নকিয়া মোবাইলের পেছনের দিক থেকে ব্যাটারী খুলে ফেললে দেখবেন যে ওখানে তিনটি কানেক্টর রয়েছে যেগুলো দিয়ে ব্যাটারী থেকে মোবাইলে ডি.সি ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয়। দুই পাশের দুইটি কানেক্টরের একটি পজেটিভ আরেকটি নেগেটিভ হিসেবে কাজ করে। এছাড়া মাঝখানে আরেকটি কানেক্টর পাবেন।
আপনার মোবাইলের চার্জ শেষ গেলে একটি শুকনো পাতার ছোট একটি অংশ কিংবা একটি ছোট কাগজের টুকরা নিন। টুকরাটা এমন ছোট হতে হবে যাতে করে শুধু মাঝখানের কানেক্টরটাকে ব্লক করা যায়। পাশের কানেক্টরগুলো যেন ব্লক না হয়। মাঝখানের কানেক্টরটা শুকনো পাতা বা কাগজ দিয়ে ব্লক করে ব্যাটারীটা মোবাইলে লাগান। এরপর ফোনটা অন করুন। ফোনটা অন হতে ৫ থেকে ৬ সেকেন্ড সময় নেবে। এই সময়ের ভেতর টান দিয়ে ব্লক করা কানেক্টরটা উপর থেকে শুকনো পাতাটার অংশটি সরিয়ে নিন যাতে করে কানেক্টরটি আনব্লক হয়।
এরপর দেখবেন যে আপনার মোবাইলের ডিসপ্লেতে ফুল চার্জ দেখাচ্ছে। ইমাজেন্সি কল/এসএমএস করার থাকলে তা করে নিন এবং দ্রুত চার্জারের খোজ করুন।
# অন্যন্য ট্রিকসের মত এই ট্রিকসের রিস্কটিও কিন্তু নিজ দ্বায়িত্বেই নিতে হবে!
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৩৯