মেক্সিকোর য়ুকাতান এর পাহাড়ী কূপ। মায়ান সভ্যতায় বিশ্বাস ছিল কূপগুলো হল পাতালের সোপান।
লাওসের মেকং নদী, 'জল মাতৃকা'র বুকে নব বর্ষের সময়ে প্রদীপ প্রজ্জ্বলন।
হাইতির Saut d'Eau জলপ্রপাতে 'অলৌকিক কূমারী' উৎসবে শীতল জলে নিবেদন।
জলে ডুবে ব্যাপ্টিজম প্রাপ্তি। যীশু'র উদ্দেশ্যে নতুন জীবন।
আরব্য রজনীর সেই হাম্মাম খানা। স্বর্গীয় স্নানের অনুভূতি নিতে চলুন ইস্তাম্বুল।
২০০০ বৎসরের পুরনো তুরস্কের আরেকটি উষ্ণ প্রস্রবন। বর্তমানে এটি ইউনেসকো'র ওয়ার্ল্ড হেরিটেজ এর অংশ।
জাপানের মাই প্রদেশের পবিত্র প্রপাত, যা মুছে দেয় সব ক্লেদ আর কালিমা।
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের পুরা তীর্থ মন্দিরে পূর্ণিমা রাতে প্রার্থনা। জনশ্রুতি আছে এই মন্দিরের সরোবর ইন্দ্র নিজে নির্মান করেছেন আর এখানে স্নান করলে পূণ্য ও রোগারগ্য লাভ হয়।
ভারতের বারানসি'র গঙ্গাস্নান।
হরিদ্বারে গঙ্গা দশহরা উৎসবে প্রদীপ ভাসানোর আয়োজন।
ছবি: ন্যাশনাল জিওগ্রাফী, সংগ্রহ।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:০৭