বন্ধু বলিলো, "আজিকে বিশ্ব ভালোবাসা দিবস"
কহিলাম, "তাহাতে কি হইয়াছে?"
বন্ধু কহিলো, "না মানে.....আজিকে একটা বিশেষ দিন!"
বলিলাম, "হৃদয়ে ভালোবাসা থাকিলে প্রতিটি দিনই ভালোবাসা দিবস, প্রতিটি দিনই বিশেষ দিন।
তাহা ছাড়া গাড়িতে, সি এন জি-তে, রিকশায় কিংবা চিপা-চাপাতে কপোত-কপোতীদের চিপকা-চিপকি দেখিয়া এবং বিভিন্ন রিসোর্ট, কটেজ ও নামি-দামি হোটেল, মোটেল এর(ব্যবসায়িক স্বার্থ বা ফায়েদা হাসিলের উদ্দেশে) সারাদিন জুড়িয়া ও রাতভর বিভিন্ন বিনোদন, ডিজে পার্টি ও অন্যান্য অফার দেখিয়া মনে হইতাছে, ইহার নাম 'বিশ্ব ভালোবাসা দিবস' না হইয়া অন্য কিছু হওয়া উচিৎ ছিল।"
বন্ধু উদ্গ্রিব হইয়া শুধাইলো, "কি হওয়া উচিৎ ছিল?"
উত্তর দিলাম, "তাহা হইতে পারে, বিশ্ব প্রেম-পিরিতি দিবস, নতুবা বিশ্ব লুইচ্চামো দিবস......ইত্যাদি ইত্যাদি।"
জবাবে বন্ধু বলিলো, "তাহা হইলে তো ইহার নাম, বিশ্ব চিপকা-চিপকি দিবস কিংবা বিশ্ব শারীরিক সম্পর্ক দিবস......ইত্যাদিও হইতে পারে!"
কহিলাম, "তথাস্তু, তবে তাহা কিঞ্চিৎ খারাপ শোনায়।"
আরও কহিলাম, "এমতাবস্থায় তাই হয়তো অর্ণবের ভাষায় বলিতেই হয়,
ভালোবাসা তাই অন্য কোথাও,
চা এর কাপে.........
নিজের সাম্রাজ্য নিজেই গড়ুক;
আমি দিই চাঁদকে পাহারা ততক্ষণ,
তারা নিংড়ানো আলোয়............"