ভালো বা খারাপ ব্যাপারটা সম্পূর্ণ আপেক্ষিক। একজন মানুষ অন্য একজনের কাছে খুব ভালো হতে পারে, আবার সেই একই মানুষটি অপর একজনের কাছে চরম খারাপ হতে পারে। পছন্দ-অপছন্দ যেমন ব্যক্তিবিশেষে vary করে, তেমনি সবার দৃষ্টিভঙ্গি বা চাওয়া-পাওয়াও এক নয়।
উদাহরণস্বরূপ ধরা যাক, আমি একটা মেয়ের সাথে একটা ব্যপার নিয়ে ফাজলামি করলাম। এতে মেয়েটি ভীষণ মজা পেলো। হাসতে হাসতে খুন হয়ে যাবার মত অবস্থা আর কি!
মেয়েটি আমাকে বলে, "ইস ভাইয়া, আপনি এত্ত মজার মানুষ! আপনার বউ সত্যিই অনেক lucky হবে, তার তো কখনোই boring লাগবে না!"
এখন সেই একই ফাজলামি আমি অন্য একটি মেয়ের সাথে করলাম।
এতে তার reaction, "আপনি কি নিজেকে circus এর একজন clown ভাবেন? যদি তাই ভাবেন, তাহলে আর দেরি না করে এখনই কোন একটা circus-এ join করেন।"
আমি বলি, "আমার কাছে তো মেডিকেলই সবচেয়ে বড় circus! এখানে join করেই তো কোন কূল-কিনারা পাচ্ছি না! এখন অন্য কোথাও join করি কিভাবে??"
এতে মেয়েটি আরো ক্ষিপ্ত হয়ে আমাকে বলে, "kindly এই ধরণের সস্তা রসিকতা আমার সাথে করবেন না। দয়া করে এগুলো অন্য কারো সাথে করুন।"
সুনীল বাবু বলেছিলেন, "তালাটি ভালো, চাবিটিও ভালো। তবে এই চাবিটি এই তালাটির জন্য নয়।"
সুনীল বাবুর সাথে একমত পোষণ করে আমিও বলতে চাই, চাবি যতই সুন্দর হোক না কেন, সেটা যদি সঠিক তালায় লাগানো না হয়; তবে তালা তো খুলবেই না, উপরন্তু বেশী পাকাপাকি করলে চাবিটিই হয়তো ভেঙ্গে যাবে।
২০০৯ সালে মেডিকেলে ফাইনাল ইয়ারে থাকতে Neuromedicine এর এক ক্লাসে আমাদের Dept. Head Prof. Quamruddin Ahmad স্যার বলেছিলেন, "Take ur decision by ur brain, not by ur heart."
এরপর কারণটা তিনি Neuromedicine এর ভাষায় সুন্দর করে ব্যাখ্যাও করেছিলেন।
স্যার এর সেদিনের সেই কথাগুলো হয়তো মনের কোথাও গেঁথে গিয়েছিলো। আমি বাস্তববাদী মানুষ। যে কোন সিদ্ধান্ত অনেক ভেবে চিন্তে তারপর নি। হয়তো সবসময় পারি না। তারপরও চেষ্টা করি।
হৃদয় দিয়ে আবেগের বশে কোন সিদ্ধান্ত নিলে হয়তো তাৎক্ষণিক অনেক স্বস্তি বা আনন্দবোধ হয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সেটি পরবর্তীতে দুঃখ-কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে। অপরদিকে, আগে-পিছে চিন্তা-ভাবনা করে মাথা খাটিয়ে কোন পদক্ষেপ নিলে, অনেক ক্ষেত্রে তৎক্ষণাৎ হয়তো কিছুটা মনঃপীড়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু ভবিষ্যতে এর সুফল ঠিকই পাওয়া যায়।