গুগল ট্রান্সলেটরটা কাজ করছিলো না। কিন্তু হঠাৎ করে একটা বাংলা শব্দের ইংরেজি অর্থ কি হবে সেটা বের করা খুব জরুরী হয়ে দাঁড়ায়।
অগত্য গুগল এর সার্চ ইঞ্জিন ব্যবহার করে অন্য কিছু ট্রান্সলেটর সাইটে গেলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্যি সেগুলোর একটাতেও বাংলা কোন অপশন দেখলাম না। ইংরেজি, উর্দু, হিন্দি, আরবি, চাইনিজ, জাপানি, ফরাসি, রাশিয়ান সহ বিশ্বের উল্লেখযোগ্য সব ভাষাই আছে। শুধু আমার বাংলা নেই!
যে ভাষার জন্য কত মানুষ নির্ভয়ে প্রাণ দিলো, যে ভাষার জন্য বাংলার দামাল ছেলেরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিতেও কুণ্ঠাবোধ করলো না। ইউনেস্কো যে দিনটির প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে সেই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। অথচ সেই ভাষার প্রতি বিশ্ববাসীর এইরূপ উদাসীনতায় মনটা সত্যিই ভীষণ খারাপ হয়ে গেলো।
খুব বেশী করে মনে পড়তে লাগলো, সালাম, বরকত, রফিক, সফিক, জব্বারসহ আরো নাম না জানা সেই সব শহীদদের কথা।
বিশ্ববাসী তোমাদের না চিনলেও আমরা ঠিকই তোমাদের ভুলবো না।
মোদের গরব, মোদের আশা;
আ-মরি, বাংলা ভাষা।।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮