এক প্লাটফর্মের ফাইল অন্য প্লাটফর্মে ব্যবহারের সুযোগ দিয়ে জনপ্রিয় হয়ে ওঠে প্যারালাল অ্যাকসেস। ম্যাক কম্পিউটারে একই সঙ্গে ম্যাক ও উইন্ডোজ অ্যাপ চালানোর সেবা চালুর পর স্মার্টফোনেও এ সুবিধা নিয়ে এলো অপারেটিং সিস্টেম (ওএস) প্যারালাল অ্যাকসেস। মোবাইল ডিভাইসের জন্য প্যারালালের নতুন ভার্সন প্যারালাল অ্যাকসেস ২.০-তে থাকবে এ সুবিধা। এ সংস্করণের সুবাদে মোবাইল ডিভাইস পরিণত হবে পিসি বা ম্যাকের ভার্চুয়াল উইন্ডোতে।
মঙ্গলবার আইওএস অ্যাপস্টোর এবং গুগল প্লেতে যুক্ত হয়েছে প্যারালাল অ্যাকসেস ২.০। সূত্রের ব্যাখ্যা মতে, হঠাৎ গুরুত্বপূর্ণ কোনো মেইল চেক করতে হয় তখন হয়তো দেখা যাবে ই-মেইলটি নির্দিষ্ট কোনো ডেস্কটপের অ্যাপ ছাড়া খোলা সম্ভব নয়। এ সময় ওই নির্দিষ্ট কম্পিউটারের কাছে পৌঁছানো সম্ভব না হলেও সমস্যা নেই। প্যারালাল অ্যাকসেস ২.০ ইনস্টল থাকলে ততক্ষণাৎ মেইলটি দেখা যাবে। ব্যক্তিগত আইওএস বা অ্যান্ড্রয়েডচালিত মোবাইল ডিভাইস থেকে চালানো যাবে অফিস ডেস্কটপের অ্যাপটি।
প্যারালাল অ্যাকসেস ২.০-তে সব ডেস্কটপ অ্যাপই চালানো যাবে মোবাইল ডিভাইস থেকে। বাড়তি সুবিধা পাবেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। মোবাইল ডিভাইসের হোম স্ক্রিনে রাখা যাবে ডেস্কটপ অ্যাপের আইকন। আইফোন আর আইপ্যাডের জন্য প্রয়োজন হবে বিশেষ লঞ্চার, ম্যাকের স্পটলাইটের মতো ফাইল ব্রাউজার থাকবে প্যারালাল অ্যাকসেস ২.০-তেও।
ডেস্কটপ অ্যাপ সাধারণত টাচ ডিভাইসের উপযোগী করে তৈরি হয় না, তাই প্যারালার অ্যাকসেস ২.০-তে আছে 'স্মার্টট্যাপ' ফিচার। ব্যবহারকারী কোথায় ক্লিক করতে চাইছেন তা ধারণা করে নেবে স্মার্টট্যাপ। প্যারালাল অ্যাকসেস কার্যকরভাবে ব্যবহারের জন্য সিস্নপ মোডে রাখা যাবে না পিসি বা ম্যাক কম্পিউটার। এছাড়া এর নিরাপত্তা ব্যবস্থাও বেশ কড়া। মোবাইল ডিভাইস থেকে ডেস্কটপ অ্যাপ ব্যবহারের সময় অন্ধকার হয়ে যাবে ডেস্কটপের স্ক্রিন, 'মিউট' থাকবে স্পিকার। আর ডেস্কটপে লগইন করার মতো মোবাইল ডিভাইস থেকেও লগইন করতে হবে প্যারালাল অ্যাকসেস ২.০ ব্যবহারের সময়।
প্যারালাল অ্যাকসেস ২.০ দিয়ে আইওএস বা অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে পাঁচটি আলাদা আলাদা কম্পিউটারের অ্যাপ ব্যবহার করা যাবে। এজন্য খরচ করতে হবে ১৯.৯৯ ডলার। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের জন্যও প্যারালাল অ্যাকসেসে ২.০-এর আলাদা ভার্সন এনেছে নির্মাতারা
সূত্র: সম্পাদনা অনলাইন নিউজ