কত স্বপ্ন ছিল দু চোখে,
কত আশা ছিল এই বুকে...
কত প্রেম, কত অভিমান,
কত হাসি গান...
সে হাসি নেই তো আজ,
হয়ে গেছে ম্লান...
এক ঝড় এসে ভেঙে দিয়ে গেল,
তাই জীবনটা এলোমেলো...
# স্বপ্ন দিয়ে শুরু, আর ঝড় দিয়ে শেষ...
পড়তে পড়তে এই অপেশাদার লেখক-লেখিকাদের প্রতি একটা ভাললাগা তৈরি হয়ে গেল। আর তাই একটা নিক খুলেই ফেললাম। লেখালেখির খুব একটা অভ্যাস নেই, যদিও ছোটবেলা থেকেই অনিয়মিতভাবে লিখি। তবে লেখার কোন পাঠক নেই বলে লেখা হয় না। আর এখন একটা মাধ্যম পাওয়াতে মনে হচ্ছে লিখে শান্তি পাব। অন্তত আমার এই অথর্ব লেখাগুলো পড়ার মত কিছু পাঠক পাব। আমার লেখায় কেউ কমেন্ট করুক, লাইক দিক, সেটা কখনও আশা করি না। তবে চাই মানুষ অন্তত আমার লেখাগুলো পড়ে দেখুক।
# নিজের সম্পর্কে কিছু বলিঃ-
১. মানুষ হিসেবে আমি একটু ভীতু প্রকৃতির, তবে কিছু কিছু বিষয়ে মাত্রাতিরিক্ত সাহস দেখানোর রেকর্ডও আছে আমার।
২. দেশকে খুব বেশি ভালবাসি। তার চেয়েও বেশি ভালবাসি, যখন দেখি ভীনদেশি কেউ (জাতিসংঘ শান্তিরক্ষী সেনাসদস্য, ক্রিকেট, পোলিও প্রতিরোধে সাফল্য, সর্বোপরি মুক্তিযুদ্ধ ইত্যাদি কোন এক কারণে) বাংলাদেশি হিসেবে পরিচিত হতে আমার সাথে কথা বলে বা হাত মেলায়।
৩. ধর্মকে মনে প্রাণে বিশ্বাস করি, কিন্তু ধর্ম নিয়ে বাড়াবাড়ি অপছন্দ করি। ধার্মিকদের শ্রদ্ধা করি, আর ধর্ম ব্যবসায়ীদের ঘৃণা করি।
৪. একজন হীন ব্যাক্তিরও যদি কোন ভাল গুণ থেকে থাকে, চুপচাপ সেটা অনুসরণ করি, কিন্তু বুঝতে দেই না যে তার মত হীন ব্যাক্তির কাছ থেকেও আমি কিছু শিখতে পেরেছি। (এক্ষেত্রে কিছুটা স্বার্থপর আমি )
৫. রাজনীতি খুব কম বুঝি, তাই এই নিয়ে পারি তো কথা কম বলি। কিন্তু রাজনীতির নামে যখন কোন নিষ্পাপ পথচারীর প্রাণনাশের প্রাণবন্ত চলচ্চিত্র দেখি, তখন আর কোন রাজনৈতিক দলের উপরই বিশ্বাস রাখতে পারি না।
৬. কবিতা যতটা না ভালবাসি, তার চেয়ে বেশি ভালবাসি রবীন্দ্রনাথের লেখা।
৭. গল্প-উপন্যাস যতটা না ভালবাসি, তার চেয়ে বেশি ভালবাসি জাফর ইকবাল স্যারের আর্টিকেল।
৮. নিজেকে যতটা না ভালবাসি, তার চেয়ে বেশি ভালবাসি নিজের কাছের মানুষদেরকে।
৯. যাকে খুব বেশি ভালবাসি, তাকে বলতে পারি না... আর বিশেষ একজনকে একটু বেশিই ভালবাসি, কিন্তু কোন যন্ত্র নেই, তাই মেপে দেখাতে পারি না... আছে না বলার যন্ত্রনা, কিন্তু তাও তো সইতে পারি না।
১০. আমি সব কিছু একটা স্বপ্ন নিয়ে শুরু করি, কিন্তু কেন যেন সব ঝড় দিয়ে শেষ হয়।
আর এই নিয়েই আমি স্বপ্নঝড়...
সবাইকে আমার স্বপ্নঝড়ে স্বাগতম...
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৩