সনির ডাটাবেজ থেকে প্রায় ১ কোটি গ্রাহকের ক্রেডিট কার্ড চুরি হয়েছে বলে কম্পানীটি জানিয়ে দুঃখ প্রকাশ করেছে। একদল হ্যাকার আমেরিকার স্যান ডিয়েগো শহরে অবস্থিত সনির কমপিউটার সিষ্টেম হ্যাক করে এবং সেখান থেকে প্রায় ৭.৭ কোটি প্লে-স্টেশন গ্রাহকের তথ্য থেকে প্রায় ১ কোটি ক্রেডিট কার্ড চুরি করে।
জাপানের টোকিও শহরে এক সংবাদ সম্মলনে সনির একজন কর্মকর্তা এই তথ্য জনগনকে জানান; এবং ক্ষমা প্রার্থনা করে বলেন যে, সনি এর জন্য গ্রাহকদেরকে ক্ষতিপূরন দেবে। এর ফলে গ্রাহকরা সনির মিউজিক স্ট্রিমিং এবং প্লে-স্টেশন প্লাস সেবা এক মাসের জন্য বিনামূল্যে পেতে পারে। পাশাপাশি, যে সকল ক্রেডিট কার্ড চুরি হয়েছে, সে সকল গ্রাহকদের ক্রেডিট কার্ড প্রটেকশনের ব্যবস্থাও নেবে বলে জানিয়েছে কম্পানীটি।
সনি স্বীকার করেছে যে, তারা শুধুমাত্র ক্রেডিটকার্ড নাম্বারটি এনক্রিপ্ট করেছিল, কিন্তু গ্রাহকের নাম, ঠিকানা, জন্মতারিখ ইত্যাদি তথ্য এনক্রিপ্ট করে রাখেনি। ফলে সেগুলো খুব সহজেই হ্যাকারদের হাতে চলে গিয়েছে।
যদিও এই ঘটনাটি ঘটেছিল এপ্রিলের ১৭-১৯ তারিখের ভেতর, কিন্তু সনি সেটা গ্রাহকদের কাছে প্রকাশ করে ২৫শে এপিল। এবং এই বিলম্বের জন্য সনির কাছে আইনী ব্যাখ্যা চাওয়া হয়েছে।
এদিকে এফ.বি.আই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে; এবং খতিয়ে দেখছে কিভাবে এমন একটি বিশাল নিরাপত্তা বলয় ভেঙ্গে ক্রেডিট কার্ড চুরি হয়ে গেলো। এখন যদি এই সমস্ত কার্ড আবার পাল্টিয়ে নতুন কার্ড দিতে হয়, তাহলে প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার গচ্চা যাবে। যদিও এই টাকার পরিমানটি পুরো ক্রেডিট কার্ড শিল্পের জন্য খুব বড় নয়, তবুও এটি বর্তমান সময়ের সবচে বড় ক্রেডিট কার্ড চুরির ঘটনা।
তথ্যসূত্রঃ Click This Link