আমার খুব কষ্ট, উত্তাল নদীর তীর ঢেউয়ের
আঘাতে ভাঙনের কষ্ট
আমি,
কষ্ট পেয়েছি তাই নষ্ট হয়েছি, কখনও
জানতে চাওনি কি অমন কষ্ট আমার
কোন অহংকারে ডুবে আমি?
ভাল হওয়ার জন্য একটু শুভ্র ভালবাসা চেয়েছি
পাইনি কিন্তু নষ্ট হওয়ার উপাদান হিসাবে
যা চেয়েছি তাই পেয়েছি
তোমার,
অনাদার অবহেলায় ক্রমান্বয়ে সিঁড়ি বেয়ে
পাতাল পূড়ির দিকে ধাবিত হচ্ছি অজান্তেই
তার চেয়ে এক কাজ কর, আমাকে
এক পেয়ালা বিষ উপহার দাও
আমি,
আমার প্রিয় লিকার চা
হিসাবে পান করে নিব
তুমিও বেঁচে যাবে আর আমিও কষ্ট
থেকে মুক্তি পাব চিরতরে।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১১ রাত ১:২৭