ঈদ মানেই খুশি।
তাই প্রতি বছরই আব্বু, আম্মুর কাছ থেকে(জ়োর পুর্বক) আবদার করে সব আদায় করে নিতাম।
দুর্ভাগ্যবসত, ঢাকাতে স্থানীয় বিধায় কখনও গ্রামে ঈদ করা হয়নি।
যাউকগা, আসল কথায় ফেরত আসি,
সবসময়ই ঈদের আগের দিন পুরা ঢাকা শহর খালি থাকে বিধায় রিকশায় ঘুরতে বের হই। তো সেবার ছিল কোরবানির ঈদের আগের দিন...আমি আর আমার ফুপাতো বোন রিক্সায় বেরোলাম। যথারীতি মাথায়তো আমার অলটাইম দুস্টামী থাকে।
রাস্তায় শ'য়ে শ'য়ে গরু নিয়ে যাচ্ছে মানুষজন। রিক্সা থেকে একে একে সবাইকে জিজ্ঞাসা শুরু করলাম-"ভাই গরু দাম কত?" "ভাই কত হইসে?"
একেক জন একেক দাম বলতে থাকল।
তো একটা নাদুশ নুদুস গরু নিয়ে যাচ্ছিল ৩জন লোক, তাদের মধ্যে একজনের সাস্থ্য মাশাল্লাহ দিলে অনেক ভাল ছিল...
আমাদের রিক্সা যখন উনাদের পাস কেটে যাচ্ছিল আমি বলে বসলাম--
"দাম কত?"
নাদুশ নুদুস লোকটা বলল-"২৫০০০"
আমি বললাম-" আপনার দাম জিজ্ঞাস করি নাই! গরুর দাম কত?"!!
আমাদের রিক্সা তখন তাদের অতিক্রম করে ফেলসে...আমি বলার সাথে সাথে ওই লোক আমাদের রিক্সার পিছনে পিছনে দৌড়ায়া দৌড়ায়া আসতে লাগল। মনে হয় হাতে কাছে পেলে হাড্ডী গুড্ডি একটাও আস্ত রাখত না। আল্লাহ সেদিন আমাদের প্রানে বাঁচাইসে। তবে বেপক মজা পাইসিলাম সেদিন। লোকটার চেহেরা দেখার মত ছিল।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১১ রাত ২:১১