বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই দেশের ৮৫% লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষি কাজ করে জীবিকা নিবাহ করে। কমপ্যাক্ট টাউনশিপ হচ্ছে একটি ইংরেজি শব্দ। কমপ্যাক্ট টাউনশিপ বলতে বুঝায় একত্রে বসবাস করা এবং ছড়িয়ে-ছিটিয়ে না থাকা। আমাদের দেশে প্রতিবছর ১% জমি কমে যাচ্ছে। এই ১% জমিতে বসত বাড়ি, দালান কোটা, বিভিন্ন শিল্পকারখানা ও অফিস আদালত ইত্যাদি হচ্ছে। এতে আবাদী জমি কমে যাচ্ছে, এতে করে আমাদের দেশে কৃষির জমি কমে যাবে এবং এক সময় শেষ হয়ে যাবে। তাই এই দিকে বিবেচনা করে সরকার কমপ্যাক্ট টাউনশিপ করার জন্য পরিকল্পনা করছে। আমাদের দেশে ২০২৪ সালে ২৪-২৫ কোটি মানুষ হতে পারে। আমাদের সরকার গ্রামের মানুষের জীবন ব্যবস্থা উন্নতি করার জন্য এই পরিকল্পনা করেছেন। যাতে সকল মানুষের জীবন ব্যবস্থা উন্নত হয়। আর এই পরিকল্পনার মাধ্যমে আমাদের গ্রামের মানুষের জীবন ব্যবস্থা উন্নত হবে এবং দেশের জমির উপর্ চাপ কমবে। টাউনশিপের মাধ্যমে পল্লী অঞ্চলের মানুষ সকল প্রকার সুযোগ-সুবিধা পাবে, তাদের জীবনযাত্রার মান অনেক উন্নত হবে। টাউনশিপ বাংলাদেশের জন্য একান্ত কাম্য। এই দেশের জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এতে অতি অল্প সময়ে আমাদের কৃষি জমি শেষ হয়ে যাবে, তাই এই দেশের সরকার দেশের স্বার্থে এই পরিকল্পনা হাতে নিয়েছে। আমাদের গ্রাম অঞ্চলের মানুষ বিভিন্ন দেশে যাচ্ছে, তারা অর্থ উপার্জন করে বাড়ি-ঘর সুন্দরভাবে তৈরি করছে। তাই এই সব মানুষদের এবং তৃর্ণমূল মানুষের জীবন ব্যবস্থা উন্নতি করার জন্য বর্তমান সরকার এই ব্যবস্থা নিয়েছে।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৬ বিকাল ৩:৪৮