আমি ছাত্র হিসেবে সবসময়ই সাধারণ মানের। কিভাবে যেন পাশ করে করে এখন একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছি। প্রাইমারী স্কুল জীবনের একটি মজার ঘটনা মনে হলেই আবার অন্ত:ত একবারের জন্য ঐ দিনটাতে ফিরে যেতে ইচ্ছা করে।
ক্লাস ফাইভের বৃত্তির ক্লাসে একদিন স্যার হঠাৎ করেই বললেন আজ সবাইকে বোর্ডে গিয়ে অংক করতে হবে। একজনকে দিয়ে শুরু হবে এবং একজন একটানা করে যেতে থাকবে যতক্ষণ পর্যন্ত করতে পারবে, সে না পারলে আর একজনকে দেয়া হবে। যাইহোক স্যার ছেলেদের সারির একদম শেষজন থেকে শুরু করলেন একটি বড় সাইজ এর অংক (আপেল সর্ম্পকিত) দিয়ে। ঘটনার শুরু সেখান থেকেই। একজন এর পর একজন যাচ্ছে কিন্তু কেউই অংকটা করতে পারছে না। আমি মনে মনে চাইছিলাম আমার ডাক আসার আগেই যেন কেউ অংকটা করে ফেলতে পারে কারণ, আমি আগে এই অংকটা কখনো করিনি। আমি বসে ছিলাম ফার্স্ট বেঞ্চ এর শুরুতেই। মানে আমাকে ডাকা হবে সবার শেষে। কিন্তু আমি হতবাক হয়ে গেলাম যখন কেউই অংকটা করতে পারল না। ওপাশ থেকে মেয়েরা বসে ছেলেদের শাস্তি (দুটি করে বেত) পাবার মজা নিচ্ছে (কারণ, ছেলে-মেয়েদের সারাক্ষণ খিটমিট লেগে থাকত)। যাইহোক আমি গেলাম। কেমন করে জানি মিলেও গেল। যখন অংকটা করছিলাম শুনছিলাম স্যার মেয়েদের বলছেন আমি অংকটা করতে পারছি, কারণ আমি নাকী ক্লাস মনযোগ দিয়ে করি।
এবার স্যার পরিমাপ থেকে একটি অংক দিলেন এবং আমি তা করতে পারলাম না। তখন মেয়েদের দিক থেকে ডাকা শুরু করলেন এবং প্রথম মেয়েটাই অংকটা করতে পারল। অবশ্য আমি একটি অংক করতে পারার কারণে শাস্তি পেতে হলো না।
এই ঘটনাটা আমার সেই বন্ধুদের মনে থেকে থাকলে এই ব্লগের মাধ্যমেই হয়তো তাদের কাউকে ফিরে পাবো!