১।
“আমার ঠোঁট, তোমার গাল”
“হরতাল!!! হরতাল!!!” :#>
২।
লেপের ভিতর,
কে রে?
“আমি কলা খাই না”!
৩।
হাতটা দাও
ধরি,(?!)
“চুমু” খাবো
“স্যরি”! :#>
৪।
মাইয়্যা খুব
লক্ষ্মী তো!?
“চুমু” দিয়া কয়
“দুঃখিত”! :!>
৫।
তোমার ঠোঁটে
“চুমু” খাবো,
তারপর;
ঘুমু যাবো! :!>
৬।
চুমু খেলে
ঠোঁটে,
প্রেম ফুটে
ওঠে!
৭।
আজ এই
হরতালে,
“চুমু” দেবো
তোর গালে!
৮।
ঠোঁট আছে
থাকবেই,
চুমু ঠোঁটে
লাগবেই!
৯।
হাত রেখো
হাতে,
প্রেম দেবো
রাতে! :#>
১০।
গোলাপ ঠোঁটে
প্রলাপ ফোটে,
আলাপ কেটে
বিলাপ ওঠে!
“ভালোবেসে”-
কি লাভ তোকে?
১১।
তোর সনে
জলকেলি,
আনমনে
চল খেলি!?
১২।
কতো কাছে,
কতো দূরে?
যতো কাছে,
ততো দূরে?
রবো দূরে-
“ভবঘুরে”!
১৩।
ভালো আছি
ভালো থেকো!?
ভাত রেখো
ডাল ও রেখো!?
১৪।
মেয়েটা
পুচকি,
হাসিটা
মুচকি!
১৫।
নীল খামে
ভাজ করা চিঠি,
কোন্ ভুলে
আজ তারা স্মৃতি?
১৬।
আছো তুমি
আগের মতো!
ডোরা কাটা
বাঘের মতো!
১৭।
জ্বলছে আগুন
জ্বলতে দাও,
মন কি বলে
বলতে দাও!?
১৮।
দূরে তুমি-
“জান” যায়,
টান দিমু
গাঞ্জায়!
১৯।
মন খারাপ
মুখ কালো,
ভালো আছি
খুব ভালো!
২০।
আর কত
জ্বালাবি?
মন নিয়ে
পালাবি!?
২১।
উথাল-পাথাল
মন দরিয়া,
“হ্যালো” কইয়্যো
ফোন ধরিয়া!
২২।
আমি খুব
বখাটে!
তোর ছবি
পকেটে!
২৩।
আমি সূর্য
তুমি চাঁদ,
আমি গর্ত
তুমি খাঁদ!
২৪
কাছে থেকো
পাশে থেকো,
আশে থেকো
শ্বাসে থেকো! :#>
২৫।
আশায়
গুঁড়ে বালি,
হৃদয়
পুড়ে খালি!
২৬।
তুই বড়
নিষ্ঠুর,
এই মনে
দিস্ ট্যুর!
২৭।
ভুগছি ভীষণ
মন পীড়াতে,
পারবি না তুই
মন ফিরাতে!
২৮।
মাইয়্যা তুমি
করসো ভুল,
হাত না ধইরা
ধরসো চুল!
২৯।
কোথায় আমি
আর যাই?
তোমার বুকে
সাতরাই! :#>
৩০।
তুমি খুব ভালো!!!
ভালোবাসি, বলো?
৩১।
প্রেম মানে
পাগলামি!
পাগল তুমি
পাগল আমি!
৩২।
মন চুরির
অপরাধে,
তোর মনটা
আমাকে দে!?
৩৩।
তোমার মাঝে
গুম হতে চাই!
তোমার বুকে
ঘুমোতে চাই! :#>
৩৪।
তুই আমার
অর্ধেক,
আমি তোর
“বর”, দ্যাখ? :#>
৩৫।
ক্যানো ব্যথা
দিলা মেয়ে?
হৃদয় বেচুম
“নিলাম-এ”!
৩৬।
ঘুম নাই
দুই চোখে,
জেগে আছিস
তুই চোখে!
৩৭।
অ্যাই,“পচা”!
নাক বোচা?
তোকে মনে
রাখবো, যা!
৩৮।
আঁধার নেমেছে
পাখি তুমি নীড়ে যাও,
“মনের পাখি”
মনেই তুমি ফিরে যাও।।
৩৯।
কল ছাড়ে
পানি পড়ে,
“ভালোবাসি”
আমি তারে!
৪০।
“মেয়ে” দেখে কেউ
করিসনে ভয়,
আড়ালে তার
“কান্না” হাসে!
৪১।
বল দেখি
হাত দেখে,
ভাবি কাকে
রাত জেগে?
৪২।
ফুল হয়ে
ফুটে থেকো,
“চুমু” হয়ে
ঠোঁটে থেকো!
৪৩।
মাইয়া বিরাট
দজ্জাল,
কথায় কথায়
হরতাল!
৪৪।
তুই আমার
পৃথিবী,
বল আমাকে
কি দিবি?
৪৫।
কাব্য কথায়
মন ভরে না,
মাইয়্যা কেনো
“ফোন” ধরে না?
৪৬।
মেয়েটা
বেয়াড়া,
কি সুন্দর
চেহারা!
৪৭।
আগুন লাগে
মোর গায়ে!
বেগুন ভাজে
তোর মায়ে?
৪৮।
এই দ্যাশে নাই-
“মন মানুষ”
দ্যাশ ভর্তি
“বন মানুষ”!
৪৯।
বুঝিয়ে বলো
বুঝি নাই!?
প্রেম করবো?
পুঁজি নাই!
৫০।
তোমার জন্য
মরতে চাই,
তোমাকে বিয়ে
করতে চাই! :!>
৫১।
মন কাঁদে
যদিও,
দূরে থাকে
যদি “ও”! :#>
৫২।
তুমি আছো
আমি আছি,
খেলবা নাকি
“কানামাছি”?
৫৩।
ডুব দিয়াছি
মন সাগরে,
পড়লাম আমি
কোন্ ফাঁপরে?
৫৪।
বালিকা ভীষণ
একরোখা,
তার, আর আমার
এক রেখা!
৫৫।
মোর কাছে তোর
ওড়না,
আমি কিন্তু
চোর না?!
৫৬।
মন আমার
“পাগলা গারদ”,
এক পাগলির
“প্রেমের আড়ত”!
৫৭।
তুমি আমি
মিশিলে,
“রঙধনু”
মিছিল-এ?!
৫৮।
মন বলে, তুমি আছো
চোখ বলে, নেই!
মন কাঁদে অকারণ,
তুমি কাঁদলেই!
৫৯।
বুক করে
চিনচিন,
তুই মনে
রাতদিন!
৬০।
প্রেম এসে
চলে গেলো!
“ভালোবাসা”
জলে গেলো!
৬১।
মনে আছে
ভুলি নাই।
তোর ছবি
তুলি নাই!
৬২।
আমি আছি
তুমি ও,
এই বুকে
ঘুমিয়ো? :#>
৬৩।
দূরে দূরে
থাকাই ভালো,
গ্রামের চেয়ে
ঢাকাই ভালো!
*বিদ্রঃ(প্রেমিকা যখন গ্রামে/গ্রামের!)
৬৪।
পৃথিবীতে মেয়ের কোনো
অভাব নাই,
তবু, বালিকা তোমার
জবাব নাই!
৬৫।
আজ আমি
পরাজিত!
তোর প্রেমে
পড়েছি তো!?
৬৬।
কেনো আমাকে
দুঃখ দিলি বল?
কোথায় এখন
সুখ খুজিবো বল?
৬৭।
প্রেমেরই নাম বেদনা
সে কথা বুঝিনি আগে,
এক বদনাতে কাম হয় না
দশ বদনা, অন্তত লাগে!
৬৮।
দুঃখ আমার
সাথী,
প্রেমের পাছায়
লাথি!
৬৯।
সাকিব করে
সেঞ্চুরি,
দহন করে
মন চুরি!
৭০।
তোকে নিয়ে
আর কতো ভাববো?
আর কতো,
মিছে অণুকাব্য?
৭১।
ফুল দিয়া
খাইলাম গাইল,
ধুর শালা
“গ্যাংনাম স্টাইল”!
৭২।
বুকের ভেতর
অমর প্রেমের, ধ্বংসাবশেষ!
হে প্রেয়সী, ছলনাময়ী
তোমাকে ধন্যবাদ, অশেষ!
৭৩।
এই বুকেতে একটা মেয়ের
কবর আছে!
জানা আপা, জানলে কইলাম
খবর আছে!
৭৪।
শেষ পেরেকটাও দিলি ঠুকে
ভালোবাসার কফিনে?
তোর ছলনায় মুগ্ধ আমি
নে, আরেক কাপ “কফি” নে!?
৭৫।
গড়বো প্রেমের
অট্টালিকা,
হাতটা শুধু
ধর বালিকা!? :#>
৭৬।
হাট্টি মাটিম টিম,
“তোমার সাথে প্রেম করিয়া
পাইছি ঘোড়ার ডিম”!