এ মুহূর্তে প্রধান খবর ঘূর্ণিঝড় মোরা। ওদিকে ইমরান এইচ সরকারকে “কুত্তার মতো” পেটানোর ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। কুত্তা শব্দটির ব্যবহার নিয়ে বিতর্ক হতে পারে। “যত বেশি মানুষকে জানছি, ততো বেশি কুকুরকে ভালো বাসছি।”– মার্ক টোয়েন কষ্ট পেতে পারেন।
সুপ্রিমকোর্ট চত্বর থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে ইমরান এইচ সরকারের নেতৃত্বাধীন গণজাগরণ মঞ্চের মশাল মিছিলে প্রধামন্ত্রীকে ’কটূক্তির’ প্রতিবাদে ছাত্রলীগ গতকাল ইমরান এইচ সরকারকে শাহবাগ ও ঢাবিতে অবাঞ্ছিত ঘোষণা করেছে।
তা এতো দিন লাগে কুত্তা বিড়াল চিনতে? কে এই ইমরান এইচ সরকার? প্রশ্ন শাহবাগ আন্দোলনের শুরু থেকেই। তবু কান দেয়নি কেউ। এবার মনে হয় ছাত্রলীগ ইমরানের কফিনে শেষ পেরেক ঠুকে দিলো। অবশ্য যা কামানোর কামিয়ে নিয়েছে। অস্থির সময়ে ইমরানই সেলেব্রিটি! বছরের পর বছর যুগের পর যুগ মানুষের সেবা করে অনেক নীতিবান রাজনীতিক যে সম্মান পাননি; এক ফাঁসির দাবিতে শাহবাগে বসে মিডিয়ার বদৌলতে সে খেতাব পেয়ে যান ইমরান!
ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানির ওয়াল থেকে হুবহু তুলে দিলাম।
ইমরান এইচ সরকার ঘৃণ্য রাজাকার পরিবারের সন্তান!
ইমরান এইচ সরকার ভুলে গেছে, ১৯৭১ সালে তার আপন দাদা, খইরুদ্দিন রাজাকারের কি করুণ পরিনতি হয়েছিলো, পাকিস্তানীদের দালালী করে স্বাধীনতার মুক্তাঞ্চল 'রৌমারী-রাজীবপুর'র মাটিকে কলংকিত করার দায়ে বাংলাদেশ স্বধীন হওয়ার ঠিক পরের দিন, খইরুদ্দিন রাজাকারকে বীর মুক্তিযোদ্ধরা প্রকাশ্যে গুলি করে হত্যা করেছিলেন।
ঘটনার সত্যতা যাচাই করতে হলে এলাকায় এসে সরেজমিন ঘুরে আসুন। সেই নষ্ট পরিবারের সন্তান হয়ে বঙ্গবন্ধু কন্যা, আমার প্রাণপ্রিয় নেত্রী, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে কটুক্তি করে যে মিছিল সে করেছে, সে মিছিলে স্লোগানের কথাই প্রমাণ করে নতুন করে ইমরান তার রাজাকার দাদার পথ ধরেই স্বাধীনতার মুক্তাঞ্চল রৌমারী-রাজীবপুরকে আবারো কলংকিত করতে চায়!
এ অঞ্চলের স্বাধীনতার স্বপক্ষ শক্তি, বীর জনতা ইমরানকে ঘৃণাভরে ধিক্কার জানিয়ে প্রত্যাখ্যান করছে!
প্রিয় নেত্রী সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ শ্লোগান দিয়ে দেশ-জাতি ও স্বাধীনতার পক্ষের শক্তির কাছে যে চরম বেয়াদবী করা হয়েছে তার জন্য সমগ্র জাতির কাছে নি:শর্ত ক্ষমা চাওয়ার পর-ই স্বাধীনতার মুক্তাঞ্চলের মাটিতে প্রবেশ করতে দেয়া হবে, তা না হলে কিছুতেই ইমরানকে এ মাটি কলংকিত করতে দেয়া হবে নাহ!
রাজিবপুর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বিশ্ব বেয়াদব, ভণ্ড ইমরান এইচ সরকারকে রাজিবপুরে অবাঞ্চিত ঘোষনা করা হলো এবং রাজিবপুরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হলো!
তথ্যসূত্র:
এস.এম.আকিদুল ইসলাম (সুমন)
[রাজিবপুর উপজেলা ছাত্রলীগ, কুড়িগ্রাম]
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৭ সকাল ৮:৫৯