সামু বলছে “ব্লগ লিখেছি” ৬ বছর ৪ মাস। বিশ্ববিদ্যালয়ে ভর্তির দুবছর হয়ে গেছে ততদিন। রেগুলার পত্রিকায় লিখছি। মানিক ভাই বললো সামুতে লিখো। সামু কি ভাই? একাউন্ট খুলে দিয়েছিলো মানিক ভাই। লেখতাম আর কই? পড়তাম বেশি। মন্তব্যও করতাম না। দেখা যাচ্ছে আমার প্রথম পোস্ট ২৪ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১১। এর ইম্মিডিয়েট পোস্ট ১৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২১! মাঝখানের ৬ বছর আর কিছুই লিখিনি।
ব্যতিক্রম মনে রেখেই চিন্তা করে দেখেছি ব্লগে সামান্য বিষয় নিয়ে একে অপরকে গালি দেয়া আমার ভালো লাগে না। পড়তাম কিন্তু লিখতাম না। কেমন জানি মনে হতো নিজস্ব মতাদর্শের বাইরের কাউকে এখানে অনেকেই সহ্য করে না। পুরো একটা লেখার মাঝখান থেকে একটা দুটা লাইন কোট করে লেখকের চরিত্র নিয়ে টানাটানি শুরু হয়। পাঠক তার ম্যাচুরিটির অভাবে লেখকের বক্তব্য না বুঝেই ধুমসে গালি দিতে শুরু করে। আমার অব্জারভেশন কি একেবারেই ভুল?
গত কয়েকদিনের কিছু ঘটনা না বলে পারলাম না।
১৫ ই মে, ২০১৭ বিকাল ৩:২৩ “ধর্ষকের নুনু কেটে দেয়া ও অন্যান্য প্যাঁচাল” লেখাটা পরের দিন থেকেই আর প্রথম পেজে পেলাম না। কিছু জানতে পারলাম না।
২৬ শে মে, ২০১৭ বিকাল ৫:১১ “ভাস্কর্যের রাজনীতিঃ দেশ ভেসে যাচ্ছে যাক ক্ষমতার চেয়ারটা যেন বাঁচে” শিরোনামে লিখেছিলাম। কয়েকজনের মন্তব্য দেখুনঃ
#সাওরনঃ মুসলিম নিক নিয়ে ফাতরামি, ইসলাম নিয়ে ইতরামী একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। সরকারের বন্ধু সেজে এরাই সরকারকে বাঁশ দেয়র তালে আছে, জনমতকে ক্ষেপিয়ে।” একই পোস্টে প্রথম কমেন্টে লিখেছেঃ “এন্ডিয়ান আবার এন্ডিয়া যাবে কী , বেহায়ার নেই লাজ নেই অপমান, মার পোড়ে না, মাসীর পোড়ে।”
কথায় কথায় ইন্ডিয়ান বলে গালি দিচ্ছেন। আমি “ভুল” করে ধরে নেবো না যে আপনি পাকিস্তান বা আরবের এজেন্ট? একই পোস্টে টারজান কমেন্ট করেছেন।
#টারজান০০০০৭ বলেছেনঃ “মূর্তি অপসারণের সিদ্ধান্তে পাঁঠাবৃন্দ নিজ নিজ বিচিতে কামড় দিবে ইহা জানা ছিল! তাই বলিয়া এমন কামড় দিবে যে বিচিতে দাঁত আটকিয়ে যাইবে ইহা ভাবি নাই!
চালায়া যান ! দেলাময় গুপ্ত হইতে দেরি নাই !”
#কানিজ রিনা বলেছেনঃ টারজান ভাষা নগ্নতা ভালনা। জবাবে আবার সাওরন বলেছেন: “টারজান০০০০৭, কানিজ রিণাও ঐজাতের।”
তেলাপোকা রোমেন ২৬ শে মে, ২০১৭ সকাল ৭:৪৪ “দেবী থেমিসের মূর্তি; আমার একান্ত ব্যক্তিগত ভাবনা এবং করনীয়” শিরোনামে লিখেছেন। সাওরন সেখানে মন্তব্য করেছেঃ “ছাগলামি।” লেখক বলেছেনঃ “৬ মাস বয়স হয়নাই আপনার। এটা কাহার মাল্টি? ব্লগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।” আমিও দৃষ্টি আকর্ষণ করছি।
দীর্ঘ বিরতির পর লিখতে এসে যা দেখছি তাতে মন খারাপ হয়ে যায়। আমি মূলত স্যাটায়ার লিখি তাই অনেকে সহজভাবে নিতে পারেন না। যদি ইল্লোজিক্যাল কিছু লিখি তবে আপনি লজিক্যাল মন্তব্য করলে হয়ে যায়। বিতর্ক পজিটিভ। কিন্তু গালাগালি অশালীন। কিছু সাওরন, টারজান সামুতে আছে। মনে হলো দেশের সংখ্যালঘুদের তারা মানুষ মনে করেন না। তাদের জন্য লজ্জা হয়। নিজের জন্য ভয়ও হয়- ধড়ে যে কল্লা একটাই! আজ থেকে রোজা। কোন হিন্দু ভাই আমাকে রমজানুল মুবারাক বলবে, ঈদ মুবারাক বলবে। আমি বলবো শুভ মহালয়া- তাতেও তাদের আপত্তি। “মানুষের ধর্ম” আলাদা জিনিস ভাই।
লগ ইন করার পরপরই দেখি “মডারেশন স্ট্যাটাস”। দেখি সেফ আছি কিনা। অভ্যাস হয়ে গেছে। চোখ যাবেই! নিউজ কিছুদিন থেকে বলছে ব্লগার ও লেখকদের উপর একের পর এক হামলার ঘটনায় অনিরাপদ হয়ে উঠছে মুক্তমনা লেখকদের চিন্তার জগৎ। একের পর এক নমুনা দেখতে পাচ্ছি। কয়েকদিন কোপাকুপিও চললো। ভিন্ন ধর্ম/আদর্শের হলে সামুরই আরেক ব্লগারের হাতে অনিরাপদ হয়ে যেতে পারি ভাবতে কার না ঘেন্না করে।
ভালো থাকুন। নিরাপদ থাকুন। আপাতত রমজানুল মুবারাক। সবার মঙ্গল কামনা করছি।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৭ রাত ৮:৪১