- আম্মু তুমি কিছু বলবা?সেই কখন থেকে দেখছি দরজার কাছে এসে চলে যাচ্ছো।
- হুম,কি করছিস তুই?
- তেমন কিছুনা, তুমি বলো কি বলবা..
-ছেলেটাকে আমি চিনি,আমাদের পাশের ব্লকে থাকে,রিমি ভাবির ভাইয়ের ছেলে।
-কোন ছেলের কথা বলছো তুমি?
-ঐযে যার পিছে পিছে তুই বেহায়ার মত হাটিস।কবিতা লিখিস আরো কত কি।
-মানে?
- ছেলেটা বিবাহীত,বছর খানেক হলো এখানে আসছে।একাই আসছে,বউকে আনেনি।সম্ভবত সামনের বছর নিয়ে আসবে কাগজ পত্র জমা দিয়েছে।
-তুমি কিভাবে বুঝলে এই ছেলে সেই ছেলে?( বুকের ভেতরটা কেঁপে উঠলো,নিজেকে সামলে নিয়ে আম্মুর কথা গুলো শুনছিলাম)
- কয়দিন ধরে আমি আর দিবা তাকে ফলো করে বের করেছি, দিবাই ছেলেটার পিছে পিছে গিয়ে বাসা দেখে আসছে।বাসার নাম্বার বলাতে আমি বুঝতে পেরেছি এটা রিমি ভাবির বাসা,গতকাল বিকেলে হাটতে হাটতে ভাবির বাসায় যাই,প্রসঙ্গত উনি বললো তার ভাইয়ের ছেলের কথা।আমি বের হবার আগেই ছেলেটা বাসায় ফিরেছে,আমাকে সালাম দিয়ে ভিতরে চলে গেছে।
-আম্মু তুমিনা... কেন এমন করতে গেলে? আর আমিতো এমনি এমনি এসব লিখেছি,সিরিয়াস কিছু থেকে এসব লিখিনি আম্মু।ব্লগে নতুন তো তাই লেখার জন্য যাষ্ট একটা হিন্টস খুজতে গিয়ে এসব করেছি,।
-কি বলিস!!!!!,এসব তোর ইনিয়ে বিনিয়ে লেখা? মিথ্যা? তাহলে এসব লিখে কি লাভ?মনের সাথে খেলা করে এসব গল্প কবিতা দিয়ে মানুষের কি উপকারটা হয় বলতো?
- আম্মু তুমি এখন যাওতো।আমার এসব নিয়ে কথা বলতে এখন ভালো লাগছেনা।
-মন খারাপ?
- তুমি যাবে এখান থেকে?
আম্মু আমার মাথায় হাত বুলিয়ে রুম থেকে বেড়িয়ে গেলো।হঠাৎ করে মনে হলো আমার পৃথিবীটা থমকে দাড়ালো, বাসার ভয়ে এতদিন তার পিছু না নিলেও মনকে সামলাতে পারিনি এতটুকুও।একটা মাতাল টান অনুভব করি সব সময়। রাস্তায় হাটার সময় নিজের অজান্তেই আমার চোখ দুটো তাকে খুজে বেড়ায় এখানে সেখানে সবখানে।এমনি হয় আমার বেলায় সবকিছু,যাহা তিব্রভাবে চাই সেটাই আমার থেকে হারিয়ে যায়।মানুষটার নামটা পর্যন্ত জানা হলোনা আমার। একটা স্বপ্ন সুখ জন্মাতেই মারা গেলো।মানুষটা জানলোইনা আমার মধ্যে এতদিনে একটু একটু করে জন্মানো ভালোবাসার কথাটা,তাকে জানানো সৌভাগ্যটুকু আমার হলোনা,হয়তো আর কোনদিন বলা হবেনা,সেও জানবেনা কেউ একজন তাকে কতটা অনুভব করতো..............
---------- ভালো থেকো তুমি,তোমার সব কিছু নিয়ে। পৃথিবীটা তোমার সামনে মাথা নিচু করে বাঁচুক তুমি যতদিন বেঁচে থাকবে।
(আম্মু, আমি তোমার মেয়ে,আমার ক্ষুধা আমার আগে তুমি অনুভব করা মানুষ আমার মনের কষ্ট তুমি বুঝতে পারবেনা সেটা অসম্ভব,কিন্তু আম্মু তুমি কি জানো এই কষ্টের চেয়ে অনেক বেশি ভালো লাগাটা কি ছিলো? তুমিই প্রথম মা এই পৃথিবীতে যে কিনা মেয়ের জন্য চোরের মত কারো পিছু নিয়েছো।আর মেয়ে হিসেবে আমিও বুঝতে পেরেছি মানুষটা বিবাহীত হবার কথায় আমার মত তুমিও কষ্ট পেয়েছো,পেতেনা যদিনা তাকে চোখে না দেখতে।তুমিযে তোমার দিয়ার জন্য এমনি একজন রাজকুমার মনে মনে খোঁজো সে আমি জানি আম্মু।দোয়া করো তোমার দিয়া'র হাত কোন একদিন এমনি কোন রাজকুমারেই এসে ধরবে লাভ ই্উ মা )
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৬ সকাল ৮:২৭